আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী ফিরেছেন, কিন্তু আজম এখনো ফিরেনি

বেঁচে থাক হৃদয়, বেঁচে থাক হৃদ্যতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কে তাঁর তিন দিনের সরকারি সফরের পর আজ সকালে দেশে ফিরেছেন। জাতির চোখে আঙুল দিয়ে যিনি ঘুষ লেনদেন দেখালেন, সেই আজম আজও ফিরে নি। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী সদস্যদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান আজ সকাল সাতটা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমার আশা এই সত্যব্রত ড্রাইভার যেন নিরাপদে ফিরে আসেন। কিন্তু আশার চেয়ে আশঙ্কা বেশি।

আর তা হল, আজমকে যদি আর ফিরতে না দেয় তারা! এ সময় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আমরাও অপেক্ষায় আছি কবে স্বাগত জানাব আজম কে। আমার বিশ্বাস- দেশের অধিকাংশ মানুষ অপেক্ষায় আছে আজমের। প্রধানমন্ত্রীর জন্য জাতি অপেক্ষা করে না, করবেও না কোন দিন। কারণ এক প্রধানমন্ত্রী গেলে আরেক প্রধানমন্ত্রী আসবে।

কিন্তু আজমদের জন্ম এদেশে বিরল। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.