আমাদের কথা খুঁজে নিন

   

সহজ সুখে ভাসো

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ মতবাদের ইজারাদারগণ দূর হন! তারপরে বলি- বৈশাখের উতল হাওয়ায় সহজ সুখে ভাসো। যে হাওয়ায় তোমার মায়ের আঁচল তোমার বোনের চুল আবহমান এক বিন্যাসে নির্ভূল। মা ও বোন-এর জাত নির্ণীত না হোক! এইই বাংলার শ্লোক! তাহলে কাটুক দিন সম্পূর্ণ ব্যাকরণবিহীন। মুড়ি-মুড়কি সহযোগে যূথবদ্ধ বাঙালির বীণ বাজুক বর্ষবরণের দিনে। চারিদিকে থইথই করে প্রাণ। তারি মধ্যে বেজে যায় গান; যে গানের বিচিত্র সুর, তাল- লয় ও সম ... মতবাদের ইজারাদারগণ বুঝতে অক্ষম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।