আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তন করে নিন ফেসবুকের লগিন স্ক্রীণটিকে (নিজের পিসিতে)

ফেসবুকের ডিফল্ট লগিন পেজ দেখতে দেখতে যাদের চক্ষুশুল উঠে তাদের এই পোস্টটি বিশেষ কাজে দেবে। আর হ্যাঁ, এই ট্রিক্সটি শুধুমাত্র যে কম্পিউটারটিকে আপনি মডিফাই করবেন শুধুমাত্র সেই কম্পিউটারে কাজ করবে। এই ট্রিক্সটি শুধুমাত্র যারা গুগল ক্রোম ব্যবহার করেন তাদের জন্য। কারন ট্রিক্সটি করার জন্য আপনার একটি ক্রোম এক্সটেনশন এর দরকার হবে। * এজন্য প্রথমে ফেসবুকে যান লগিন করা থাকলে লগআউট করুন।

* এবার এখান থেকে গুগল ক্রোমের এই এক্সটেনশনটা ইন্সটল করুন। * এবার দেখুন ফেসবুক লগিন স্কিন টা পরিবর্তন হয়ে গেছে। * এখন আপনি ইচ্ছা করলে আপনার নিজের পছন্দের ছবি এখানে যোগ করতে পারবেন । এজন্য ফেসবুকে যান এবং নতুন লগইন স্ক্রিন এর লগইন বার এর ডান কোণার সেটিংস এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি ডায়লগ বক্স আসবে- এর ভিতরে একটি অ্যাড্রেস বক্স আসবে।

এই অ্যাড্রেস বক্স এ আপনার পছন্দের ছবির লিঙ্কটা দিন এবং সেভ এ ক্লিক করুন। এবার দেখুন আপনার ফেসবুক লগিন স্কিনে আপনার পছন্দের ছবি অ্যাড হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.