আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মানুষ সেকুলার !!!!!! কে কে বিশ্বাস করে ??

প্রবাস জীবনেও দেশের মাটি আর মানুষের খোজে থাকি। কিন্তু যখন চারপাশে তাকাই তখন শুধু দেখি ধূসর মরুভূমি আর উত্তপ্ত বালুপথ । অনেকে বলে বাংলাদেশের মানুষ অনেক সেকুলার। বেশি দূরে না.... তাদের ঢাকার গাজীপুর বা আশুলিয়ায় যাইয়া একদিন ঘুইরা আসা উচিত....সেকুলারিজম এর গন্ধও তারা পাবে না। কারন সেকুলার হওয়ার জন্য যে যুক্তিবাদী চিন্তাকে প্রাধান্য দিতে হয় সেটা আমাদের দেশের সাধারন মানুষের পক্ষে সম্ভব না।

কেউ যদি বোরখা না পরে বা নামাজ না পড়ে তাকে কি সেকুলার বলবেন? তারা এসব ধর্মীয় রীতি পালান না করলেও ওটা যে তাদের পালন করা উচিত সেটা তারা মনে প্রানে বিশ্বাস করে। সুতরাং তারা ওয়াদা করে যে তারা ভবিযৎ এ পালন করবে। তারা কোন কাজে যুক্তির প্রয়োগ ঘটায় না। তাই তারা সেকুলর না। এদের সংখ্যা প্রায় ৮৫-৯০%।

কিন্তু বাংলাদেশের কিছু শিক্ষিত ছাগল মনে করে এরা সবাই সেকুলার ধ্যন ধারনায় বিশ্বাসী !!!!!! তাই তাদের মতে ধর্মের কথাবার্তা সব ফালতু আর সেকেলে, কেউ পালন করে না !!!!!!!!!!!!!!!!! তারা আসলেই শিক্ষিত বোকা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.