আমাদের কথা খুঁজে নিন

   

কতকাল দেখিনা তোমায়

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । কতকাল তোমায় দেখিনা - কতকাল তোমার সাথে হয়না বলা কোন কথা । একাকীত্বের যাতনায় যখন বিষিয়ে ওঠে এ মন মুঠোফোনের সেই পরিচিত নম্বরটিতে কড়া নাড়ি বুকে ভয় নিয়ে শুনি আবারো একঘেয়ে বিরক্তিকর সেই অচেনা এক নারীর কণ্ঠস্বর ছুড়ে ফেলি হাতে থাকা সেই মুঠোফোন । ভ্যালকনিতে গিয়ে দাড়াই অচেনা পথিকের ছুটোছুটি দেখে কি এক গোলকধাধায় হারাই মনের অজান্তে তোমাকেই খুজে বেড়াই । কতকাল দেখিনা ঐ দুটি চোখ যে চোখে ঝড়ত কত অকারন অভিমান হৃদয় দিয়ে ভালবাসার এই দিলে প্রতিদান । কতকাল ছুইনা তোমার ঐ কোমল হাত যে হাত ছোয়ার প্রতীক্ষায় আমার কেটেছে নির্ঘুম কত রাত । কতকাল দেখিনা তোমায় ? জানিনা তুমি আছো কোথায় ? তবু তুমি সুখে থাকো এই আমার অভিপ্রায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।