আমাদের কথা খুঁজে নিন

   

কোটা আরো কতকাল



সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তানদের পাশাপাশি এবার চাকরিতে ৩০ শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধা পরিবারের অন্য সদস্যদের (নাতি-নাতনী)। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি সচিবালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিসভার বৃহস্পতিবারের এই বৈঠকে এছাড়াও ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে চিহ্নিত করে ‘শিশু আইন-২০১০’-এর খসড়া অনুমোদন করেছে। নতুন আইন অনুযায়ী, নয় বছরের কম বয়সী শিশুকে আদালতে বিচারের জন্য সোপর্দ করা যাবে না। শিশুদের জন্য শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে। এছাড়া, আগের আইনে ১৬ বছরের নিচের যেকোনো ব্যক্তির জায়গায় ১৮ বছরের নিচের যেকোনো ব্যক্তিকে শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি সংস্থার পরামর্শ ও ওয়েবসাইটে জমা পড়া মতামতের আলোকে তৈরি নতুন এ আইনের খসড়ায় আগের আইনে ৯৫টি নতুন ধারা যুক্ত করা হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.