আমাদের কথা খুঁজে নিন

   

আমার Android - বেলা ( পার্ট- ১) - অফিসিয়াল কাজের জন্য গুরুত্বপূর্ণ ৫ টি soft

অতি বালছাল টাইপ লিখা । পড়ে ব্রেক্ত হলে লেখক ই একমাত্র দায়ি Android - smart phone জগতে একটি জনপ্রিয় os । Play store ( পূর্বের android shop ) এর লাখ লাখ অ্যাপস android set গুলো কে দিয়েছে আলাদা মাত্রা । আজকে অফিসিয়াল কাজের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাপস নিয়ে লিখার চেষ্টা করলাম , অভিজ্ঞগণ ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন , সেই আশা রইলো । ১. অফিসিয়াল কাজের জন্য " microsoft office" এর জুরি মেলা ভার , তো android এর জন্য ব্যবহার করতে পারেন " quick office pro" - সফট টি ।

এটির মাধ্যমে " ওয়ার্ড , এক্সেল , পাওয়ার পয়েন্ট " - এডিট , তৈরি করবার পাশাপাশি দেখতে (view) ও পারবেন । এছাড়া ও pdf ফাইল দেখার জন্য ও সফট টি ব্যবহার করতে পারেন । 14.99 $ এর সফট টি প্লে ষ্টোর থেকে ডলার দিয়ে কিনতে ক্লিক করুন , আর ফ্রী পেতে ক্লিক করুন । ২. " quick office pro" দিয়ে pdf পড়া গেলে ও , " amazon kindle " টি pdf পরবার জন্য one of the best সফট । অনেকের সেট / ট্যাবলেট এ pre load করা ই থাকে আমাযন এর এই ফ্রী সফট টি ।

যাদের মোবাইল নেই , তারা প্লে ষ্টোর থেকে সরাসরি download করে নিন , আর নিন pdf পরবার আসল মজা ৩. অফিস এর কাজে বিভিন্ন রকম " বিজনেস কার্ড" রাখার দরকার পরে । আত্ত কার্ড নিয়ে চলা ফেরা করা অনেকের কাছে ই বিরক্তিকর মনে হয় । তো android ধারী দের এই সকল কার্ড থেকে মুক্তি দিতেই আছে " cam card - business card reader " সফট টি । সফট। টি ওপেন করলে " take photo " - নামের অপশন দেখতে পারবেন , অপশন তিতে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে ।

এখন কার্ড এর ছবি তুলে নিন , দেখুন আপনার card টি অটো scan হয়ে contact list এ সেভ হয়ে যাচ্ছে , ব্যবহার করেই দেখুন , ১৫$ তো আর সাধে নিচ্ছে না , সফট টি ফ্রী পেতে ক্লিক করুন । বিস্তারিত জানতে ভিডু টা দেখতে পারেন ৪. অফিসিয়াল কাজে বিভিন্ন ডকুমেন্ট scan করবার দরকার পড়ে , অফিসের scanner টি নষ্ট হলে তো আর কথাই নাই । এখন যে কুনো ডকুমেন্ট ই আপনি আপনার android set দিয়ে scan করতে পারবেন । কি বিশ্বাস হচ্ছে না?? " cam scanner " সফট টি ইন্সটল করেই দেখুন না , বিশ্বাস না হয়ে যাবে ই না । পেইড ভার্সন এর মজা নিতে ক্লিক করুন ৫. ধরুন , দেশের বাইরে কোথাও বেড়াতে গেলেন ।

অন্য ভাষার কারনে , রাস্তার সাইন বোর্ডগুলো পড়তে পারছেন না । ভাবছেন ডিকশনারী নিয়ে আসলাম না কেন!! নিরাশ হবেন না , android set থাকতে কি টেনশন? তাড়াতাড়ি ডাউনলোড করে নিন " cam dictionary" - সফট টি । যেই লেখা বোধগম্ম্য হচ্ছে না , তার দিক কামেরা তাক করুন , google বাবাজির দয়াতে কিছু খন এর মধ্যে ই translation পেয়ে যাবেন । ফ্রী ভার্সন এ limitation থাকলে ও , ৪.৫১$ দিয়ে প্লে ষ্টোরে থেকে কিনলে পাবেন unlimited access । আর – পেইড সফট ফ্রী পেতে গুতা মারুন ভিডু টা দেখুন , ডাউনলোড না করে পারবেন না কিছু দিন আগে top paid apps নিয়ে একটু ব্লগাইছিলাম , চাইলে গুতা মেরে দেখতে পারেন সব সফট গুলো ফ্রয় তে টেস্ট করা , Donut / Eclair এ চলবে কি না , তা প্লে ষ্টোর দেখে নিতে পারেন আজকে এই পর্যন্ত ই , android নিয়ে আরো লিখবার আগ্রহও আছে , ভালো লাগ্লে আওয়াজ দিবেন , আশা করি ।

বলগ খতম , পৈসা হজম , বিদায় ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.