আমাদের কথা খুঁজে নিন

   

অসাম্প্রদায়িক চেতনায় অপশক্তির বিরুদ্ধে জেগে উঠুন!

আমি একজন ছাএ বায়ান্নর রক্তে রাঙ্গানো ভাষা আন্দোলনের ফসল আমাদের মহান মুক্তিযুদ্ধ। ভাষার উপর প্রথম আঘাত করেই বাঙ্গালীদের চেতনায় আঘাত করেছিল পাকিস্তানী হানাদার বাহিনী। দেশ মাতৃকার উপর আঘাতের বিরুদ্ধেই দুর্বার প্রতিরোধ গড়ে তোলে এ দেশের দামাল ছেলেরা। একুশ আর একাত্তরের চেতনায় আবারও নতুন প্রজন্ম জেগেছে। স্বাধীনতার বিপক্ষ শক্তি ক্ষমতায় থাকাকালীন সময়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা কারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশের স্বাধীনতাকে শুধু অবমাননা করেনি দেশকে করেছে কলঙ্কিত।

স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেলেও সেই অপশক্তি কিন্তু এখনও ধ্বংস হয়ে যায়নি। তারা একটু একটু করে শক্তি সঞ্চয় করে আবারও দেশটাকে অরাজকতার নরকপুরিতে পরিণত করার পায়তারা করছে। আর এ কাজে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কারণ তারা জানে বাঙ্গালী ধর্মভীরু জাতি। তাদেরকে ধর্মের দোহাই দিয়ে যেকোন কাজ করানো যাবে।

কিন্তু সাধারণ জনগণ এখন এত বোকা নেই যে তাদের এই প্রতারণার ফাঁদে আবার পা দিবে। তাই সকলকে এই অসাম্প্রদায়িক চেতনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখনই এই অপশক্তির বিরুদ্ধে জেগে উঠতে হবে। তা না’হলে দেশকে এরা ধ্বংসস্তূপে পরিণত করতে একটুও পিছপা হবে না। ফলস্বরূপ নিঃশেষ হয়ে যাবে আমাদের নিষ্পাপ ফুলের মত পবিত্র কোমলমতি আগামী দিনের বংশধররাও। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.