আমাদের কথা খুঁজে নিন

   

আল্লামা শাহ্‌ শফির জীবন বৃত্তান্ত

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়। ‘নাস্তিক ব্লগার’ বিরোধী আন্দোলন করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শাহ আহমদ শফি। আল্লামা শাহ আহমদ শফি জন্ম গ্রহণ করেন ১৯৩০ সালে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পাখিয়ারটিলা গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে।

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় যখন তিনি ভর্তি হন তখন তাঁর বয়স মাত্র ১০ বছর। ওই বয়সেই কিছু দিনের ব্যবধানে তিনি তার মা-বাবাকে হারান। শিক্ষা অর্জনের অদম্য বাসনায় ১৯৫০ সালে উপমহাদেশে ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ভারতের দারুল উলুম দেওবন্দে যান এবং তিনি সেখানে শিক্ষা লাভ করেন। দেওবন্দে অধ্যয়নের পর দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পান।

বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন। এছাড়া আল্লামা শফি বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রায় ২০ হাজার মাদ্রাসার সমন্বয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) গঠিত। যার ছাত্র সংখ্যা কমপক্ষে ১৪ লক্ষ। বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোর শিক্ষক ও ছাত্রদের নিয়ে ২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা থেকে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির।

হাটহাজারি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ আহমদ শফিকে প্রধান করে ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দিচ্ছে। এখনও পর্যন্ত কোন বেসরকারী সংস্থা হিসেবেও সরকারি অনুমোদন নেই প্রতিষ্ঠানটির। রাজনৈতিক দল হিসেবেও অনুমোদন নেই সংগঠনটির। হেফাজতে ইসলাম এখনও পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়দান, মহানবীকে কটুক্তি করে চলচ্চিত্র নির্মাণ, ব্লগিং বিরোধী আন্দোলন করেছে।

এছাড়া আল্লামা শাহ শফি কওমী শিক্ষাকে সরকারি অনুমোদন দেয়ার জন্য বেফাকের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন। http://www.notun-din.com/?p=1601 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.