আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মজার তথ্য

এই আইডিটা আমি এবং আমার মেয়ে বন্ধু(gf) ব্যবহার করি। লেখালেখি পারি না। পড়তেই ভাল লাগে। আজ থেকে কপি পেস্টই ভরশা। ফেবু থেকে কিছু মজার তথ্য দিলাম।

কমন পরলে দুঃখিত। * অনেকেই Colgate টুথপেস্ট ব্যবহার করেন । কিন্তু সমস্যা হচ্ছে যতই ভালো প্রডাক্ট হোক স্পেনের কাউকে আপনি কখনো Colgate ব্যবহার করতে বলবেন না, কারণ স্প্যানিসে Colgate মানে হচ্ছে “নিজের গলায়দড়ি দাও” * মুদ্রা বোর্নিওতে ১০০ বছর আগেও মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হত। * গরু বা ষাড় নাকি লাল কাপড় দেখলে ক্ষেপে যায়!! কিন্তু সত্যি কথা হচ্ছে ওরাকালার ব্লাইন্ড, লাল রং ওরাআলাদা করে চিনতেই পারে না। * পাখিরা নীল আকাশে ডানা মেলে উড়ে বেরায়, অথচ সব রং চিনতে পারলেও ঐ নীল রংই তারা চিনতে পারে না।

* পাখিরা নীল রং চিনতে না পারলেও একটা পাখি কিন্তু এইনীল রং ঠিকই চিনতে পারে। আর নীল রং চিনতে পারা পাখিটি হচ্ছে প্যাঁচা। * কাঠবিড়ালীরা কিন্তু পিছু হটতে পারেনা। পেছনদিকে ­ যেতে চাইলে তাদেরকে পুরো উল্টা ঘুরে তারপর পিছন দিকেযেতে হয়। * লি ফিশের শরীরের ৯৫ ভাগই পানি।

এখন তো মনে হচ্ছে জেলি ফিশকে পানি ফিশ বললেও খুব একটা ভুল হবে না! * স্যান্ড বারলারক্র্যাবএমন এক প্রজাতীর কাঁকড়া যাদের নাক নেই। তারা পা দিয়েই বিশেষভাবে তাদের নিঃশ্বাস নিয়ে থাকে। * ইংরেজিতে One Thousandলিখতে একটি a এর দরকার হয়। কিন্তু One থেকে Ninehundred & ninety nine পর্যন্ত সংখ্যাগুলো লিখতে একবারের জন্যও a অক্ষরটির প্রয়োজন হয় না। * Underground একমাত্র শব্দ যার শুরু এবং শেষে und অক্ষরগুলো আছে।

। * বাংলাদেশ ব্যাংকের প্রথমনারী ডেপুটি গভর্নরঃ নাজনীন সুলতানা * তাহমিমা আনামের দ্বিতীয় উপন্যাসঃ দ্যা গুড মুসলিম * দেশের প্রথম ভূ-গর্ভস্থ জাদুঘর অবস্থিতঃ সোহরাওয়ার্দী উদ্যানে * বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের চাঃ BT-18 * বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনঃ ৫০ টি * বাংলাদেশে EVM মেশিন এর উদ্ভাবকঃ অধ্যাপক এস এম লুৎফুল কবির * বর্তমানে বাংলাদেশে মাথাপিছু বয়ষ্ক ভাতার পরিমাণঃ ৩০০ টাকা এরকম আরো তথ্য পড়তে জয়েন করুন এই সাইটিতে *ত্বক পরিষ্কার করতে বেসন বাউপটানের সঙ্গে টমেটোর রস মিশিয়েমুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভেতর থেকে আপনার ত্বক পরিষ্কার হবে। *মুখভর্তি দাগ বা ব্রণ দূর করতে টমেটোর রস, কাঁচা হলুদআর মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করুন। দাগ দূর হবে আর ব্রণ তাড়াতে এই প্যাকের সাথে সামান্য নিমপাতা বাটা মিশিয়ে নিন।

*ত্বকের পোড়াভাব দূর করতেবাইরেথেকে ফিরে মুখে, গলায়ওহাতে টমেটোর রস লাগান। শুকিয়ে গেলে আরো একবার লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া দাগ থাকবে না। *চোখের পাশে কালো দাগে বুড়িয়ে যাচ্ছে ত্বক।

এ থেকে মুক্তি পেতে এক চামচ টমেটোর রস, এক চিমটি হলুদ গুঁড়া আর সামান্য বেসন মিশিয়ে পেস্ট বানিয়ে দাগেরওপর প্রলেপ লাগান। শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে তুলে ফেলুন। তারপর পানির ঝাপটা দিন। *ভালো স্ক্রাবের কাজ করে টমেটো। তাই আধা ভাঙা চালের গুঁড়ার সঙ্গে টমেটোর রস ও মধু মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন ৫ মিনিট।

এরপর ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন সারা শরীরের এভাবে স্ক্র্যাব করুন। । মূল লেখা এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.