আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখে নিই : জেনে নিই বাংলাদেশের যত মজার মজার ডাকটিকিটের খবর (না দেখলে মিস করবেন)

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। " ডাকটিকেট একটা দেশের ইতিহাস ও ঐতিহ্যের পরিচয় বহন করে। ছোট বেলায় ডাকটিকেট জমানোর নেশা ছিল। একটা ডাকটিকেটের জন্য পিয়ন কাকুর পিছনে কত ঘুরেছি তার হিসেব নাই। ৩ কোনা আর ৬ কোনা টিকেটের মোহে পড়ে একবার ২ দিনের জন্য লাপাত্তা হয়েছিলাম।

সে কাহিনী আরেকদিন বলা যাবে। আজ শুধু দেখাবো জন্ম থেকে আজ অবধি বাংলাদেশের নানা ডাকটিকেটের ছবি এবং ইতিকথা তার আগে একটু পুরোনো ইতিহাস ঘুরে আসি। ভারতীয় উপমহাদেশে প্রথম ডাকটিকেটের প্রচলন করা হয় ১৮৫৪ সালের ১ অক্টোবর। তারপর থেকে ১৯৪৭ পর্যন্ত বৃটিশ ভারতে বিভিন্ন সময়ে আরো অনেকগুলো ডাকটিকেট ইস্যু করা হয়। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সময়কালে (১৮৫৪-১৮৫৮) মোট ১৮ টি, রানী ভিক্টোরিয়ার আমলে (১৮৫৮-১৮৮২) ১৯টি , রাজা সপ্তম এডওয়ার্ডের আমলে (১৮৮২-১৯১১) ২৪ টি , পঞ্চম জর্জের আমলে (১৯১১-১৯৩৫) ৮৭ টি এবং রাজা ষষ্ঠ জর্জের আমলে ( ১৯৩৫-১৯৪৭) ৫২ টি ডাকটিকেট অবমুক্ত করা হয়।

যেহেতু বাংলাদেশ তখন ব্রিটিশ ভারতের অংশ ছিল সেহেতু এই টিকেট গুলোই এতদঞ্চলে ব্যবহৃত হতো। নিচে এরকম দুটো টিকেটের নমুনা দেওয়া হল। এটি ১৮৫৪ সালের ডাকটিকেট। মূল্য ৪ আনা। এটি ১৯০২ সালের ডাকটিকেট।

মূল্য ১ রুপী। ১৯৪৭ সালের পর ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল পাকিস্তানের অধীন। তখন বাংলাদেশ কে বলা হতো ইষ্ট পাকিস্তান ( * ১৯৫৬ সালে পুর্ব বাংলার নামকরন করা হয় ইষ্ট পাকিস্তান। ) আসুন এবার দেখে নিই পাকিস্তান আমলে ব্যাবহৃত কয়েকটি টিকেট। এটি ১৪ সেপ্টেম্বর ১৯৬৯ অবমুক্ত করা হয়।

এটি ৭ জানুয়ারি ১৯৬৯ অবমুক্ত করা হয়। এবার আসুন "পদ্মা মেঘনা যমুনা- তোমার আমার ঠিকান" আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশে। ১) মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের মুক্তিসংগ্রামের দাবী কে আরো বেশি জোরালো ও গ্রহনযোগ্য করে তুলার উদ্দেশ্য উপরের ৮ টি টিকেট অবমুক্ত করা হয়। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাসাকার স্থান পায়। এগুলো বাংলাদেশের প্রথম ডাকটিকেট।

ইস্যুর তারিখ: ২৯/৭/১৯৭১ নকশাকার : মিঃ বিমান মল্লিক। মুদ্রনালয় : ফরম্যাট ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। ইউ.কে । ২) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১ নং ছবির ডাকটিকেট গুলোতে উপরের ছবির মত Bangladesh Liberated এই overprint দিয়ে ব্যবহার করা হয়। ৩) বিশ্ব শিশু দিবস, ১৯৭১ উপলক্ষে সদ্য স্বাধীন বাংলাদেশে পাকিস্তান আমলের এই টিকেট টি "বাংলাদেশ" ওভারপ্রিন্ট করে ব্যাবহার করা হয়।

৪) ইউনিসেফ ২৫ বর্ষফুর্তি উপলক্ষে ১৯৭১ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে পাকিস্তান আমলের এই টিকেট টি "বাংলাদেশ" ওভারপ্রিন্ট করে ব্যাবহার করা হয়। ৫) স্বাধীন বাংলাদেশে প্রথম একুশে ফেব্রুয়ারী উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২১/০২/১৯৭২ নকশাকার : বিপি চিতোনিষ মুদ্রনালয় :The Security Printing Press, Nasik, India ৬) স্বাধীনতার প্রথম বার্ষিকী উপলক্ষে এই টিকেট গুলি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৬/০৩/১৯৭২ নকশাকার : নিতুন কুন্ডু মুদ্রনালয় : The Security Printing Press, Nasik, India ৭) বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে এই টিকেট গুলি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১৬/১২/১৯৭২ নকশাকার : কে জি মোস্তফা মুদ্রনালয় : Bradbury Wilkinson & Co., New Malden ৮) এই টিকেট গুলি ৩০ এপ্রিল ১৯৭৩ ইস্যু করা হয়।

টোটাল ১৪ টি টিকেটের একটি সেট অবমুক্ত করা হয়। ৯) বাঘ বাঁচাও আন্দোলন উপলক্ষে এই তিনটি টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ০৪/১১/১৯৭৪ নকশাকার : উইলি ডলডার, পিটার জ্যাকসন মুদ্রনালয় : Bradbury Wilkinson & Co., New Malden ১০) বিশ্ব মানবাধিকার ঘোষনার ২৫তম বার্ষিকি উপলক্ষে এই ডাক টিকেট টি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১০/১২/১৯৭৩ নকশাকার : কে জি মোস্তফা মুদ্রনালয় : Bradbury Wilkinson & Co., New Malden ১১) বিশ্বসংঘের সদস্যপদ প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশের পতাকা ও বিশ্বসংঘের সদর দপ্তরের ছবি সহ এই ডাক টিকেট টি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৫/০৯/১৯৭৪ নকশাকার : আহমেদ এফ করিম।

মুদ্রনালয় : Bradbury Wilkinson & Co., New Malden ১২) বিশ্ব ডাক দিবস উপলক্ষে এই চারটি ডাকটিকেট প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। ইস্যুর তারিখ: ০৯/১০/১৯৭৪ নকশাকার : কে জি মোস্তফা। মুদ্রনালয় : Bradbury Wilkinson & Co., New Malden ১৩) বিশ্ব জনসংখ্যা বছর উপলক্ষে উপরের ডাকটিকেটটি অবমুক্ত করা হয় ৩০ ডিসেম্বর ১৯৭৪ সালে। ইস্যুর তারিখ: ৩০/১২/১৯৭৪ নকশাকার : আহমেদ এফ করিম। মুদ্রনালয় : Bradbury Wilkinson & Co., New Malden ১৪) বিশ্ব নারী বৎসর উপলক্ষে এই ডাকিটিকে টি অবমুক্ত করা হয়।

ইস্যুর তারিখ: ৩১/১২/১৯৭৫ নকশাকার : আহমেদ এফ করিম। মুদ্রনালয় : Asher & Co., Melbourne, Australia ১৫) ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিক উপলক্ষে এটি ইস্যু করা হয়। ইস্যুর তারিখ: ২৯/১১/১৯৭৬ নকশাকার : মেসার্স আর্ট এন্ড বিউটি। মুদ্রনালয় : M/s Asher & Co. Melbourne, Australia. ১৬) আন্তর্জাতিক শিশু বর্ষ উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১৭/১২/১৯৭৯ নকশাকার : প্রানেশ কুমার মন্ডল।

মুদ্রনালয় : Harrison & Sons, London ১৭) এই টিকেট প্যালেষ্টাইন সংহতি দিবস উপলক্ষে মুদ্রন করা হয়। আরবী বানান ভূল থাকায় এই টিকেট টি ইস্যু করা হয়নি। কিন্তু অনেকগুলো টিকেট চুরি হয়ে যায় এবং কুমিল্লা ও কোটবাড়ি পোষ্ট অফিসে বিক্রি করা হয়। ইস্যুর তারিখ: ২১/০৮/১৯৮০ নকশাকার : জানা যায়নি মুদ্রনালয় : Mezhdunarodnaya Kniga, Moscow, USSR ১৮) ওয়ার্ল্ড টুর‌্যিজম কনফারেন্স, ম্যানিলা উপলক্ষে এই টিকেটটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৭/০৯/১৯৮০ নকশাকার : আহমেদ এফ করিম।

মুদ্রনালয় : Brüder Rosenbaum, Vienna, Austria ১৯) স্বল্প উন্নত দেশের উপর জাতিসংঘ সন্মেলন উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ০১/০৯/১৯৮০ নকশাকার : আহমেদ এফ করিম। মুদ্রনালয় : Brüder Rosenbaum, Vienna, Austria ২০) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ৩১/১২/১৯৮১ নকশাকার : আহমেদ এফ করিম। মুদ্রনালয় : Ueberreuter, Vienna, Austria ২১) জাতিসংঘ পরিবেশ কর্মসূচির দশম বর্ষফুর্তি উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়।

ইস্যুর তারিখ: ২২/০৫/১৯৮২ নকশাকার : প্রাণেশ কুমার মন্ডল। মুদ্রনালয় : Ueberreuter, Vienna, Austria ২২) আন্তার্জাতিক যুব বর্ষ উপলক্ষে এই টিকেট টি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ০২/১১/১৯৮৫ নকশাকার : মঞ্জরী শামিম। মুদ্রনালয় : Harrison & Sons, London ২৩) আন্তর্জাতিক শান্তি বর্ষ উপলক্ষে এই টিকেট টি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৯/১২/১৯৮৬ নকশাকার : মঞ্জরী শামিম।

মুদ্রনালয় : Mezhdunarodnaya Kniga, Moscow, USSR ২৪) এশিয়া- প্যসিফিক পরিবহন ও যোগাযোগ দশক উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৪/১০/১৯৮৭ নকশাকার : মাহবুব আকন্দ, প্রাণেশ কুমার মন্ডল, কে জি মুস্তফা । মুদ্রনালয় : Mezhdunarodnaya Kniga, Moscow, USSR ২৫) গ্রামীন মহিলাদের জন্য কৃষিঋন বিষয়ক IFAD সেমিনার উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৬/০১/১৯৮৮ নকশাকার : কে জি মুস্তফা । মুদ্রনালয় : Mezhdunarodnaya Kniga, Moscow, USSR ২৬) জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ১ বছর ফূর্তি উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়।

ইস্যুর তারিখ: ১২/০৯/১৯৮৯ নকশাকার : মাহবুব আকন্দ, বি. সরদার । মুদ্রনালয় : Mezhdunarodnaya Kniga, Moscow, USSR ২৭) ILO 75th anniversary উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১১/০৪/১৯৯৪ নকশাকার : মোজাম্মেল হক, রাফিকা হোসেন। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ২৮) WTO (Tourism) 20th anniversary উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ০২/০১/১৯৯৫ নকশাকার : আনোয়ার হোসেন ।

মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ২৯) UNICEF 50th anniversary উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১১/১২/১৯৯৬ নকশাকার : মোহাম্মদ শামসুজ্জোহা । মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩০) World Solar Programme উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১৬/০৯/১৯৯৮ নকশাকার : আনোয়ার হোসেন । মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩১) Mother Teresa স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টিকেট অবমুক্ত করা হয়।

ইস্যুর তারিখ: ০৫/০৯/১৯৯৯ নকশাকার : আনোয়ার হোসেন । মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩২) Membership of the United Nations 25th anniversary উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১৩/০৯/১৯৯৯ নকশাকার : আনোয়ার হোসেন । মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩৩) আন্তর্জাতিক প্রবীণ বর্ষ উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ০১/১০/১৯৯৯ নকশাকার : আনোয়ার হোসেন ।

মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩৪) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এগুলো অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২১/০২/২০০০ নকশাকার : আনোয়ার হোসেন, মোহাঃ মতিয়ুর রহমান, মিঃ মুসলিম । মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩৫) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ৩১/০৫/২০০১ নকশাকার : আনোয়ার হোসেন। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩৬) জাতীয় গ্রন্থ বর্ষ ২০০২ উপলক্ষে এটি অবমুক্ত করা হয়।

। ইস্যুর তারিখ: 0১/০১/২০০৩ নকশাকার : আনোয়ার হোসেন। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩৭) ৪৯ তম কমনওয়েলথ পার্লামেন্টারি সন্মেলন ২০০৩ উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। । ইস্যুর তারিখ: ০৭/১০/২০০৩ নকশাকার : আনোয়ার হোসেন।

মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩৮) International Year of Rice উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২১/০৬/২০০৪ নকশাকার : মৃণাল চক্রবর্ত্তি। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৩৯) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১১/০৭/২০০৪ নকশাকার : আনোয়ার হোসেন। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪০) International Year of Microcredit উপলক্ষে এটি অবমুক্ত করা হয়।

ইস্যুর তারিখ: ১৫/০১/২০০৫ নকশাকার : মৃণাল চক্রবর্ত্তি। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪১) United Nations Day for Women's Rights and International Peace উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ৮/০৩/২০০৭ নকশাকার : জানা যায়নি। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪২) আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ সাউথ আফ্রিকা ২০০৭ উপলক্ষে এই চারটি টিকেট অবমুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগ। ৪৩) ডঃ ইউনুস ও গ্রামীন ব্যাংকের নোবেল প্রাপ্তি উপলক্ষে এই টিকেট অবমুক্ত করা হয়।

ইস্যুর তারিখ: ২৯/০৮/২০০৭ নকশাকার : মৃণাল চক্রবর্ত্তি। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪৪) World Heritage উপলক্ষে এই চারটি সুন্দর টিকেট অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ১৮/০৪/২০০৮ নকশাকার : আনোয়ার হোসেন, কেজি মোস্তফা। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪৫) International Day of Persons with Disabilities উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ০৩/১২/২০০৮ নকশাকার : আনোয়ার হোসেন।

মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪৬) ঢাকা শহরের ৪০০ বছর ফূর্তি উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৮/১১/২০০৮ নকশাকার : কেজি মোস্তফা। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪৭) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৫/০৩/২০০৯ নকশাকার : জসিম উদ্দিন । মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪৮) জাতীয় বৃক্ষরোপন আন্দোলন ও বৃক্ষমেলা উপলক্ষে এটি অবমুক্ত করা হয়।

ইস্যুর তারিখ: ০১/০৭/২০১০ নকশাকার : আনোয়ার হোসেন। মুদ্রনালয় : The Security Printing Corporation (BD), ৪৯) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২৯/০৮/১৯৭৭ নকশাকার : কেজি মোস্তফা। মুদ্রনালয় : M/s Harrison & Sons Ltd., U.K. ৫০) প্রথম বাংলাদেশ জাতীয় স্কাউট জাম্বুরী ১৯৭৮ উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। ইস্যুর তারিখ: ২২/০১/১৯৭৮ নকশাকার : মেসার্স আর্ট এন্ড বিউটি।

মুদ্রনালয় : M/s Harrison & Sons Ltd., U.K. এবার আসুন আমাদের জাতীয় ব্যাক্তিত্বদের উপর কয়েকটি ডাকটিকেট দেখি। শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান। এম.এ.জি ওসমানি কবি জসিম উদ্দিন মরমী সাধক লালন শাহ পাখি সবাই ভালবাসে। এবার আসুন বাংলাদেশের পাখি নিয়ে কয়েকটা ডাকটিকেট দেখি।

দোয়েল- ইস্যু ১৭/৮/১৯৮৩ বাদি হাঁস- ইস্যু ১৭/৮/১৯৮৩ কানি বক- ইস্যু ১৫/৭/২০০০ ডাহুক- ইস্যু ১৫/৭/২০০০ হলুদ পাখি- ইস্যু ৩১/৮/১৯৯৪ বনমোরগ- ইস্যু ৩১/৮/১৯৯৪ পানকৌড়ি- ইস্যু ১৫/৭/২০০০ হাঁড়িচাচা- ইস্যু ৩১/৮/১৯৯৪ চড়ুই- ইস্যু ১৫/৯/২০১০ এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু সুন্দর সুন্দর সরিসৃপ ও জন্তুর উপর ডাকটিকেট দেখি গুইসাপ- ইস্যু ১৮/০৫/২০০০ অজগর সাপ- ১৮/৫/২০০০ মৌমাছি- ১৮/৫/২০০০ এবার দুটো পুরাকীর্তির ছবি সম্বলিত ডাকটিকেট দেখি: ইদ্রাকপুর দূর্গ, মুন্সীগন্জ ইস্যু তারিখ : ৫/১১/২০০০ নকশাকার : আনোয়ার হোসেন। মুদ্রনালয় : Bangladesh Security Printing Press - Gazipur. বজ্রসত্ত্ব ভোজবিহার, ময়নামতি, কুমিল্লা ইস্যু তারিখ : ৫/১১/২০০০ নকশাকার : মোহাম্মদ মুসলিম মিয়া। মুদ্রনালয় : Bangladesh Security Printing Press - Gazipur. শেষ করব ২৫শে মার্চ ১৯৭৩ সালে ইস্যুকৃত এবং M/s Bradbury Wilkinson & Co. Ltd., U.K. কতৃক মুদ্রিত নিচের এই ডাকটিকেট টি দিয়ে। "এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমি" সুখি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন সফল হোক। আসুন দেশকে ভালবাসি; দেশের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ করি এবং জাতীয় ব্যাক্তিত্বদের সন্মান জানাই।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.