আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্প নিয়ে সবাই যেকোন একটা পোষ্টে আপডেট দিলে কি ভালো হয় না?

আজকে ইন্দোনেশিয়ায় ৮.৬ মাত্রার ভুমিকম্প হল, ২৮ দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে আমরাও আছি। স্বাভাবিক ভাবে অনেকেই পোষ্ট দিচ্ছেন। এত পোষ্টের ট্র্যাক রাখা একটু সমস্যার হতে পারো কারো কারো জন্য। সবাই যেকোন একটা জায়গায় আপডেট দিলে ভালো হয় কি? ১. A TSUNAMI WATCH IS IN EFFECT FOR INDONESIA / INDIA / AUSTRALIA / SRI LANKA / MYANMAR / THAILAND / MALDIVES / UNITED KINGDOM / MALAYSIA / MAURITIUS / REUNION / SEYCHELLES / OMAN / PAKISTAN / SOMALIA / MADAGASCAR / IRAN / UAE / YEMEN / COMORES / MOZAMBIQUE / KENYA / TANZANIA / CROZET ISLANDS / BANGLADESH / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA / SINGAPORE ২. ইন্দোনেশিয়ায় ৮.৬ মাত্রার ভুমিকম্প ২৮ দেশে সুনামি সতর্কতা, আতঙ্ক এশিয়ায়ভূমিকম্পে কাঁপলো গোটা দেশ স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম ভূমিকম্পের পর ঘর ছেড়ে বাইরে চলে আসে রাজধানীবাসী ঢাকা: রাজধানীসহ গোটা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দুপুর পৌনে তিনটায় ভূমিকম্পটি শুরু হয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে।

প্রাথমিক তথ্যে ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ইন্দোনেশিয়া। সেখানে ভারত মহাসাগরের সমুদ্রের তলদেশে ২৩ কিলোমিটার গভীরে ছিলো এর উৎপত্তিস্থল। এতে এরই মধ্যে সুনামি’র সতর্কতা জারি করা হয়েছে। ইউএসজিএস আশপাশের ২৮টি দেশে সুনামি সতর্কতা জারি করেছে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়।

২৮টি দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মরিশাস, পাকিস্তান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ইরান প্রভৃতি দেশ রয়েছে। ভারতের কলকাতা, চেন্নাই, পশ্চিমবঙ্গ, গৌহাটিতে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায় ঢাকায় এ কম্পনের মাত্রা ছিলো ৩.৮। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর মিরপুর,পল্টন, ইস্কাটনসহ বিভিন্ন এলাকা থেকে বাংলানিউজের পাঠকরা ভূমিকম্পের খবরটি জানান। রাজধানীর বিভিন্ন স্থানে বহুতল ভবন থেকে মানুষ জনকে বাইরে নেমে আসতে দেখা যায়।

এছাড়া চট্টগ্রামে বাংলানিউজের ব্যুরো অফিস ও রাজশাহী থেকে ভূ-কম্পনের খবর জানায়। চট্টগ্রামেও ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। সিটি মেয়র নিজেও নেমে আসনে ভবনের বাইরে। বাংলাদেশে কম্পনের মাত্রা পরিমাপ করা হয়নি বলে জানান আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ। তিনি বেলা ৩টা ২০ মিনিটে বাংলানিউজকে জানান, ইন্দোনেশিয়ার ৮.৬ মাত্রার ভূমিকম্পের প্রতিক্রিয়া হিসেবেই বাংলাদেশসহ গোটা উপমহাদেশের বিভিন্ন দেশে কম্পন সৃষ্টি করে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক অধ্যাপক হুমায়ূন আখতার বাংলানিউজকে জানান, তাদের পরিমাপক যন্ত্রে ৩.৮ মাত্রার কম্পন হয়েছে। ঢাকার আবহাওয়ার অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বাংলাদেশে এ মুহূর্তে কোনো সুনামি সতর্কতা নেই। তবে আধাঘণ্টার মধ্যে বিস্তারিত জানানো হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।