আমাদের কথা খুঁজে নিন

   

কেকেআরের প্রথম দুই ম্যাচে সাকিবকে না খেলানোর রহস্য।

বাংলা ভাষার শ্রেষ্ঠ ব্লগ। এশিয়া কাপে ফর্মের তুঙ্গে থাকা সত্বেও কলকাতা নাইট রাইডার্স প্রথম দুই ম্যাচে সাকিবকে প্রথম একাদশে রাখেনি! দুইটা ম্যাচেই হেরে যার খেসারত ভাল করে দিয়েছে দলটি। তৃতীয় ম্যাচে সাকিবকে দলে নিয়েই প্রথম জয় পেয়েছে কেকেআর। ২১ রানে ২ উইকেট নিয়ে সাকিব দলের জয়ে ভালই অবদান রেখেছেন। কিন্তু প্রথম দুই ম্যাচে কেন কেকেআর সাকিবকে প্রথম একাদশে নেয়নি? এটা একটা বড় প্রশ্ন।

আমার কাছে মনে হচ্ছে, সব ম্যাচ খেললে সর্বশেষ দুই টুর্নামেন্ট বিপিএল এবং এশিয়া কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া সাকিব হয়তো আইপিএলেও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়ে যেতে পারেন, এই ভয়েই সাকিবকে সব ম্যাচ খেলানোর ঝুঁকি নেয়নি কেকেআর। কারণ একজন বাংলাদেশী আইপিএলের সেরা খেলোয়াড় হবে এটা ভারতীয়রা কখনো মেনে নিতে পারবেনা। ভারতীয়দের বিপিএল বিরোধীতা থেকে আমরা এটা আন্দাজ করতেই পারি। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিপিএলে ভারতীয় কোন খেলোয়াড়কে খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সাকিবকে না খেলানোর আরো একটা কারণ আমরা অনুমান করতে পারি, সেটা হচ্ছে ভারতীয়রা হয়তো এটাও বোঝাতে চেয়েছে যে, দেখ বাংলাদেশীরা-তোমাদের বিপিএলের সেরা খেলোয়াড় আমাদের আইপিএলে প্রথম একাদশেই জায়গা পায়না।

এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভারতীয়দের অবজ্ঞা। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ভারতীয়তের এই অবজ্ঞা শুরু থেকেই আমরা লক্ষ করছি। বাংলাদেশের টেষ্ট অভিষেকের পর বার বছর হয়ে গেলেও এখন পর্যন্ত ভারত বাংলাদেশ ক্রিকেট দলকে কোন পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য নিজ দেশে আমন্ত্রণ জানায়নি! এশিয়া কাপে আমরা ভারতকে আমাদেরকে নিয়ে অবজ্ঞার মোক্ষম জবাব দিতে পেরেছি। ভবিষ্যতেও দিব, ইনশাআল্লাহ। সাকিবও তাঁকে প্রথম দুই ম্যাচে না খেলানোর জবাব দিতে পেরেছেন, সামনের সবগুলো ম্যাচে সাকিব প্রথম একাদশে থাকবেন, এবং ভাল খেলবেন, এটাই আন্তরিক প্রত্যাশা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।