আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয়?

তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে.... রাজনৈতিক,ধর্মীয় কিংবা জাতিগত বা আদর্শগত যে কোন ধরনের অন্ধত্বের পরিণাম শুধু মানুষ হিসেবে আরও কয়েকধাপ পিছিয়ে যাওয়াকে ত্বরান্বিত করে।লাশের মিছিলে যোগ হয় আরো কিছু মানুষ,বাধাগ্রস্থ হয় মুক্তচিন্তা। আমি সব কিছু জেনে-বুঝে বসে আছি আর অন্য কারো কথা শুনা যাবেনা বা তাকে বলার ও সুযোগ দেয়া যাবেনা এ ধরনের চিন্তা-ভাবনাকে মুক্তবুদ্ধির চর্চা না বলে নিজের সাথে প্রতারনা বলাই ভালো। দয়া করে দরজা-জানালা গুলো একটু খুলুন,কিছুটা আলো-হাওয়া ঢুকতে দিন।তাদের কথাও শুনুন যাদের মতের সাথে আপনার আকাশ-পাতাল ব্যাবধান,এরপর তাদের কথা মানবেন কি মানবেন না সেই সিদ্ধান্ত সম্পুর্নই আপনার। “Don’t be in such a hurry to condemn a person because he doesn’t do what you do, or think as you think or as fast. There was a time when you didn’t know what you know today.” ― Malcom X আপনার আশে-পাশের লোকজনের ভুল ভাঙ্গানোর দায় কিন্তু আপনারই।আপনার নিজের ভুল জানাটাকে পরিশীলিত করার মধ্যেও হীনমন্যতায় ভোগার কিছু নেই। তাদেরকে দুরে ঠেলে দিয়ে,নিজের চোখ বন্ধ করে রেখে প্রলয় ঠেকিয়ে দিয়েছি চিন্তা করে আমরা আত্মতৃপ্তিতে ভুগতে পারি কিন্তু সেই তৃপ্তি আমাদের চিন্তা-ভাবনার দৈন্যতাকে আরও নগ্নভাবেই ফুটিয়ে তোলে। 'অন্ধ হলেই তো আর প‌্রলয় বন্ধ হয়না ।'

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।