আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ হওয়াও ভাল!!!



আমরা খালি চোখে এমন অনেক কিছুই দেখিনা যেগুলা মাইক্রোস্কোপের সাহাজ্যে দেখা যায় খুব ভাল ভাবেই।কিন্তু যেসব জিনিস আমরা খালি চোখে দেখি না সেগুলা খালি চোখে দেখলে অনেক সময় মনে হবে এগুলা চারিদিকে দেখে বেড়ানোর চেয়ে অন্ধ হওয়াই বুঝি ভাল। আমার যেমন মনে হচ্ছেেই ছবিগুলো দেখে- খালি চোখে প্রজাপতি- খালি চোখে পিপড়ার মুখ শূওপোকা চোখের পাপড়ির উকুন উকুন চুলের উকুন চোখের পাপড়ি শুককীট মশার চোখ মাকড়শার চোখ মানুষের দাত বোলতার মুখ আর ও এমন ছবি দেখতে চাইলে গুগলে গিয়ে ইমেজ এ সার্চ করুন জিনিসের নাম- under a microscope লিখে।ধন্যবাদ,ভাল থাকবেন এবং মন্তব্য করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।