আমাদের কথা খুঁজে নিন

   

শিমুল ফুল

আজ আমি নিঃস্ব, শিমুলের ফুল তোমার কাছে চাওয়া সবকিছু ভুল। সুগন্ধ ঝরেনা আমার গায়- ভালবাসে কেউ পড়েনা খোপায়। ভেতরে নীল কষ্ট, বাহিরে লাল যমুনা। শিমুল ফুল দিয়ে কখনো, প্রতিমার পূজা হয়না। চিরদিন চেয়েছি তোমায়, তোমার মাঝে আমি অসহায়।

তোমার কাছে ভালবাসা চেয়ে- ঝরে পড়েছি ব্যর্থতায়। আমার ভালবাসা চোখে দেখা যায়না। শিমুল ফুলে কখনো, প্রতিমার মন ভরেনা। যে চঁাদে নেই কোন আলো- সে চঁাদে গ্রহন লাগেনা। যে ফুল শুকিয়ে যায় ফুটার আগে- সে ফুলে ভ্রমর বসেনা।

যে নদীর থেমে যায় স্রোত- সে নদী সাগরে মিশেনা। আমিতো শিমুল ফুল গন্ধ বিহীন। আমাতে তোমার চলেনা !! (শাহজাহান আহমেদ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।