আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাবি ও ব্রিটনি- একই দেহের জমজ দুই বোন ।

দুটি সম্পূর্ণ মানুষ, কিন্তু একটি দেহকে ভাগাভাগি করে বেঁচে আছে- হ্যাঁ পাঠক আমি আমেরিকার দু বোন অ্যাবি আর ব্রিটনির কথা বলছি । Abigail Loraine Hensel and Brittany Lee Hensel জন্মগ্রহন করেন মার্চ ৭, সাল ১৯৯০ এ । জন্মস্থান,আমেরিকার Minnesota রাজ্যে । Conjoined twins বা জোড়া শিশু কি ? সহজ ভাবে বলতে গেলে zygote বা আদি ভ্রুনকোষের identical twins সম্পূর্ণ ভাবে আলাদা হতে ব্যর্থ হয়, ফলে জমজ শিশু আলাদা ভাবে জন্ম না নিয়ে জোড়া শিশু হিসাবে জন্মগ্রহন করে । প্রতি দুইলাখের ভিতরেএরকম জোড়া শিশু জন্মগ্রহনের সংখ্যা মাত্র এক জন ।

আবার এদের মধ্যে বেঁচে থাকার হার মাত্র ৫% থেকে ২৫% । জন্মগ্রহণকারী জোড়াশিশুর মধ্য পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, প্রায় ৭০-৭৫% । এবার, অ্যাবি ও ব্রিটনির কিছু কথা শোনা যাক । বেশিরভাগ জমজ শিশুর মত তাদের দুজনের ব্যক্তিত্ব, আচার-আচরন কিম্বা পছন্দ-অপছন্দ সম্পূর্ণ ভিন্ন । অ্যাবি ও ব্রিটনির বয়স এখন ২৩ চলছে, অ্যাবি হচ্ছে কুস্বভাবের, জেদি,একগুঁয়ে- প্রতিদিন ব্রেকফাস্ট জন্য কমলার রস তার চাইই চাই, অন্যদিকে ব্রিটনি স্বভাব এ শান্ত, সর্বক্ষণ পরিবারের সবাইকে মাতিয়ে রাখে হাসি-তামশায়, সকালের নাস্তায় শুধুমাত্র দুধই যার প্রিয় ।

অ্যাবির পছন্দ গোলাপি রঙ এর সবকিছু, 'মেয়েলী' সমস্ত জিনিষ ভালবাসে সে, কিন্তু ব্রিটনির প্রিয় হল রক্তবর্ণ, ছেলেদের মত টুপি পরা পছন্দ করে সে। তবে তারা দুজনেই তাদের স্টাইল, পোশাক ইত্যাদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে ভালবাসে যে কিভাবে নিজেকে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করা যায় কোন ছেলের কাছে ! কিন্তু এখানেই অন্যসব জমজ শিশুর তাদের সাদৃশ্যতা শেষ , তারাও জমজ কিন্তু জোড়া শিশু । এখানে তারা প্রত্যেকেই তাদের দেহের এক পাশ নিয়ন্ত্রন করে । যেমন, অ্যাবি নিয়ন্ত্রন করে দেহের বা পাশ, তেমনি ডানপাশ নিয়ন্ত্রন হয় ব্রিটনি দ্বারা । একটিমাত্র দেহকে দুটি আলাদা সত্তা কিভাবে, কতটা সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রন করে অতি স্বাভাবিক ভাবে এখন পর্যন্ত টিকে আছে - চিকিৎসা বিজ্ঞানে এ এক পরম বিস্ময় ।

দেহের বা পাশ অ্যাবি, দেহের ডানপাশ ব্রিটনি নিয়ন্ত্রন করে একসাথে পিয়ানো বাজানে থেকে শুরু করে সাইকেল চালনা, সাঁতার কাটা, ভলিবল খেলা ইত্যাদি সত্যি অবাক করার মত । শুধু তাই না, তাদের ১৬ তম জন্মদিনে তারা উভয়ই ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছে । অ্যাবির ব্যাখ্যা, দুজনে যখন তারা গাড়ি চালায়, তখন স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রন করে দুজনে মিলে; কিন্তু গিয়ার, এক্সিলেটর, ব্রেক নিয়ন্ত্রন করে ব্রিটনি, আর সে ক্লাস, ইন্ডিকেটর এবং লাইট । একবার ভাবুন তো, এভাবে গাড়ি চালনা কতটা বিস্ময়কর । The Daily Mail সর্বপ্রথম বিশ্বের সামনে উপস্থাপন করে অ্যাবি আর ব্রিটনি কে ।

তখন তাদের বয়স ছিল মাত্র ৬ । আজকে এ জন্য তারা অনেক পরিচিত । পরিচিতি নিয়েও তাদের বিরম্বনার শেষ নেই । অবশ্য পরিচিত জনেরা সবসময় তাদের আগলে রাখেন যেন অতি উৎসাহী কারও বিরম্বনার শিকার না হয় ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.