আমাদের কথা খুঁজে নিন

   

জোরসে বলো "চাকরী জীবি চাকরী জীবি ভাই ভাই"

অজানাকে জানতে পছন্দ করি। ফেসবুকের মাধ্যমে আমরা কত কি না জানতে পারছি। নিজেকে যেমন আমরা বিকিয়ে দিচ্ছি তেমনি ভাল কিছু কাজ করছি, শিখছিও। জানতে পারছি অনেক অজানা বিষয়। দৃষ্টির সিমানা দেশের সিমানা পার করে সমগ্র বিশ্ব দেখতে পারছি।

দেখতে শিখছি স্বপ্নও। অনেক ভাল কাজের মধ্যে যেমন ই-বুক ভিত্তিক ফেসবুক গ্রুপ “বইয়ের দোকান”, আড্ডাবাজদের জন্য আছে “বন্ধু আড্ডা এখানে’ সচেতন মূলক “গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি”। ছাত্র/ছাত্রীদের জন্য যেমন আছে “এসোসিয়েশন অব ইউনিভার্সিটি ইস্টুডেন্ট’ ঠিক তেমনি আমিও স্বপ্ন দেখে ছিলাম একটা গ্রুপকে নিয়ে, যার নাম “ইম্প্লয়ার’স এসোসিযেশন”। আমার উদ্দেশ্য ছিল এই গ্রুপের মাধ্যমে আমরা যারা চাকরি জীবি তারা এখানে সদস্য থাকবে। চাকরি করা সময় তারা তাদের বিভিন্ন অভিঞ্জতা বিনিময় করবে।

আবার একজন অন্যজনের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করবে। অর্থ্যাৎ এখানে শুধুমাত্র চাকরিজীবিরা সদস্য হতে পারবে। কিন্তু এই গ্রুপ নিয়ে কারও মাঝে কোন প্রকার আগ্রহ দেখতে পায়নি। যেখানে আমার এই গ্রুপ নিয়ে ভারতীয়দের আগ্রহ দেখতে পেয়েছি। কিন্তু আমার স্বপ্ন এখানে শুধুমাত্র বাঙ্গালীরা সদস্য থাকবে।

স্বপ্নকে স্বার্থক করতে তাই এবার সামুর সাহায্য নিতে বাধ্য হলাম। আমি বিশ্বাস করি চাকরি জীবিরা এই গ্রুপে জয়েন করবে। এবং একে অপরকে সহযোগিতা করতে এগিয়ে আসবে। আগ্রহ থাকলে এখানে আসুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।