আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা শহর--কাঁদছে !!!!

কোটি মানুষের আবাস আমার বুকে, আমি আর সে ভার নিতে পারছি না, এবার আমাকে মুক্তি দাও । আমার বুকে স্থবির রাজপথে গাড়ীর সারি, লাশের সারি, মিছিলের লাঠি বৈগা মিছিল আমাকে ছিন্নভিন্ন করেছে প্রতিদিন । আমার বুকের কনক্রিটের চার দেয়ালে মুখ বুজে কাদে আমার সন্তান, আমি সইতে পারি না, গ্যাস পানি কারেন্ট নিয়ে কত খেলা হয় অসহায় বুকের মানিক। আষাঢ়ে ভাসে বুক, গরমে ভাসে সুখ, ছিন্নমূল ভাসন্ত মানুষগুলো ফুটপাতেও জায়গা পায়না, আমি আর সইতে পারি না, পারি না। উড়াল সেতু বলো আর মেট্রোরেল বলো- মানুষ কমাও, কাজ দাও ওদের নিজের গ্রামে, ওদের গ্রামে নিয়ে যাও , এবার ওদের জন্য কিছু করো । নইলে আমি ভেঙে পড়ব, নুয়ে যাব-- একজন লোকের একটি গাড়ি চীনের নীতির মত- আমি দেখি রাস্তা নেই গাড়ী আছে, তবুও যেন গাড়ী নেই, কোটি জনতার অপেক্ষা দেখি প্রতিদিন, সকালে বিকালে, কয়টা সরকারী বাস নিয়ে আসো না ! খাল বিল নদী , একে একে আমাকে নিয়ে এদের উৎসব আর কতদিন ?? আমি আর সইতে পারি না, এবার আমায় মুক্তি দে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.