আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার মনমাতানো ফুল-২

নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক বাংলাদেশের ফুলের সমারোহ দেখে আসলেই মুগ্ধ হতে হয়। নান জাতের ,নানা রঙের কত ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই দেশে। আজকে সেসব ফুলগুলো থেকে কিছু সংখ্যক ফুল নিয়ে সাজানো হয়েছে এই পোস্ট। ১১) ঝুমকা লতা বেগুনী রঙয়ের ঝুমকা লতা সাধারণত বর্ষাকালে ফুটে এবং তা সহজলভ্য । কিন্তু লাল ঝুমকা তুলনামূলকভাবে দুর্লভ।

১২) কাঠগোলাপ বা কাঠচাপা ফুল কাঠগোলাপ গাছগুলো ঝোপ আকৃতির। অনেক সময় গাছে পাতা গজানোর আগেই ফুল ফোটে। এই ফুলগুলো সারা বছর ফোটে ,তবে বসন্তের সময় বেশি ফোটে। গাছের ডাল্গুল রসালো এবং রস বিষাক্ত। ফুলগুলোর গন্ধ তারে তীব্রতা লাভ করে।

১৩) ভাট ফুল এই ফুলটা রাস্তা বা রেললাইনের পাশের ঝোপঝারে দেখাযায়। কথায় আছে বট গাছের নীচে ভাট গাছের মরন। এর পরাগরেণু ছিঁড়ে পানিতে ফেলে দেখুন। ১৪) পারুল ফুল এই ফুলটি সুগন্ধী যুক্ত এবং গাছটির উচ্চতা ৩০-৪০ ফিট পর্যন্ত হয়। ফুল এক-দেড় ইঞ্চি লম্বা হয়।

১৫)বাগান-বিলাস ফুল বাসাবাড়ির সোন্দর্য বাড়াতে এই ফুলগাছ গুলো খুব ব্যাবহৃত হয়। গাছগুলো কোন কিছুকে আকড়ে বেড়ে উঠে। সাধারণত ফুলগুলো সাদা,লাল,ম্যাজেণ্টা,কমলা,হলুদ ইত্যাদি রঙের হয়ে থাকে। মাঝে মাঝে একই গাছে কয়েক রং এর সমাহার থাকতে পারে। দূর থেকে দেখতে ফুলগুলোকে মচমচে মনে হয়,তাই অনেকে একে কাগজের ফুল বলে থাকে।

১৬)কচুরীপানার ফুল পুকুর-ডোবা,খাল-বিল,নদী-নালায় সচারচরই কচুরীপানা দেখা যায়। কিন্তু সহজলভ্য বলে এর ফুলগুলোর সৌন্দর্য আমাদের চোখে পড়ে না। ১৭)মাধবীলতা ফুল লতানো এই গাছটির ফুলগুলো খুব সুন্দর এবং ফুলগুলো মধুযুক্ত। ১৮)কামিনী ফুল কামিনী ফুলের চমৎকার গন্ধ রয়েছে। এটি একটি বৃহৎ আকারের গুল্ম জাতীয় উদ্ভিদ।

চিরসবুচ এই গাছরের পাতাগুলি গাঢ় সবুজ। সারাবছরই ফুল ফোটে। সাধারনত বীজ থেকে চারা উৎপাদান হয়। বাগানের সৌন্দর্য বর্ধনে অবদান অনস্বীকার্য। ১৯)চালতা গাছের ফুল চালতা গাছের ফুলগুলো খুব সুন্দর এবং বড়,এক প্রান্ত থেকে অপর প্রান্তের দৈর্ঘ্য ৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে।

পাঁচটি সাদা পাঁপড়ী বেষ্টিত কেন্দ্রে প্রচুর পুংকেশর থাকে। ২০) বকুল ফুল বকুলের গন্ধে আকুল হয়নি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। ফুলগুলো বেশি বড় হয় না ,বেশি হলে ১ সেমি. কিন্তুয় সংখ্যায় এরা অগুণিতক। ছোট ছোট তারার মত যখন ফুলগুলো ফুটে তখন গাছের চেহারা পাল্টে যায় এবং যখন মাটিতে এই ফুল ঝরে পড়ে মাটি ঢেকে যায়,সেই দৃশ্য তো নয়ানাভিরাম। ছোট ছোট ছেলে মেয়েরা বকুল ফুলের মালা গাঁথছে এই দৃশ্য গ্রাম বাংলার পরিচত দৃশ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.