আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইয়ের ঘূর্নায়মান দালান !!

দুবাইয়ের ঘূর্নায়মান দালান !! আপনি কখন কোন দালান দেখেছেন যা ঘুরছে!! শুনতে অবিশ্বাস হলেও ডঃ ডেভিড ফিশের(Dr. David Fisher) এই দালান টি ২য় বার কখন একই রুপে দেখা যাবেনা !!নিচের ছবিতে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তা দুবাইতে অবস্থিত ।দুবাই এর দালান টি আশি(৮০) তলা। একদম উপরের ১০ টা তলা বিলাসবহুল কক্ষ বিশিষ্ট, এর নিচের ৩৫ টা তলা আবাসিক, পরবর্তী ১৫ টা তলা বিলাসবহুল হোটেল বিশিষ্ট এবং নিচের ২০ টা মার্কেট ও দোকান।সাধারনভাবে ভবনটির প্রতিটি তলা প্রতিদিন সামান্য পরিমান ঘুরবে যাতে এক সপ্তাহে একটি তলার বাসিন্দা পুরো ৩৬০ ডিগ্রি ঘূর্নন উপভোগ করতে পারে। ৮০,০০০ টন ভরের ভবনটি একটি বৃত্তাকার বিয়ারিং এর উপর বসানো রয়েছে যা প্রতি এক ঘন্টায় সক্রিয় হয় এবং ভবনটিকে উপরে তুলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত ঘোরায়। ভবনটির মাঝখান বরাবর একটি শক্ত কাঠামো নিচ থেকে উপর পর্যন্ত থাকয় যার ভেতর দিয়ে পানি, বিদ্যুতের লাইন ও অন্যান্য পাইপ রয়েছে। প্রতিটি ফ্লোর এ বৃত্তাকার ধাতব রেইল যা খন্ডিত ঘূর্নায়মান তলা গুলোর মধ্যে বিদ্যুত প্রবাহ বজায় রাখতে পরিবাহী হিসেবে কাজ করে।ঘূর্নায়মান ভবনটিতে বিদ্যুতের চাহিদা পূরনের জন্য ফটোভোল্টায়িক কোষ (সৌর বিদ্যুত) ও উইন্ড টারবাইন (বায়ু শক্তি) ব্যবহার করা হয়েছে। ফিশার এর ভাষায় এই গুলোর দ্বারা ভবনটির নিজস্ব চাহিদা মিটিয়েও প্রতিবেশী ভবনেও বিদ্যুৎ শক্তি সাপ্লাই করা সম্ভব। [সংগৃহীত]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।