আমাদের কথা খুঁজে নিন

   

আলিবাবা ও চল্লিশ চোর

আমি একজন সাংবাদিক কাশেম আর আলিবাবা এরা দুই ভাই, ঘটনাটা বলছি খুলে শুনুন সবাই। কাশেম বড় ভাই আলিবাবার সম্পত্তি করেছে দখল, আলিবাবা কিছুই করেনি ছেড়ে দিয়েছে সকল। কাঠ কেটে আলিবাবার সংসার কোনমতে চলে, কষ্টে তার দিন কেটে যায় কেউ নাই তার পে বলে। একদিন আলিবাব কাঠ কাটতে গভীর জঙ্গলে যায়, চল্লিশ চোরের গুপ্ত ধনের সন্ধান সে পায়। বস্তা ভরে আনল আলিবাবা অনেক টাকা সোনা। সারা রাত চলল আলির সেই টাকা গোনা। কাশেম উহা জানতে পেরে আলিকে তখন কয়, কেমন করে পেয়েছ এসব বল তোমার নাই ভয়। বলল আলি ভেঙ্গে তখন ধন দৌলতের গোপন কথা, কাশেম উহা আনতে গিয়ে কাটা পড়ল তার মাধা। আলিবাব তখন বুদ্ধির জোরে চোরকে মারল গুনি, তারপর আলিবাবা সেই দেশের হল একজন শ্রেষ্ট ধনী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।