একটা সময় ছিলো যখন রঙ-বেরঙের স্বপ্ন দেখতাম খুব! অনেক আকিবুকি করতাম সেই স্বপ্ন গুলোকে নিয়ে! কখনও স্বপ্ন গুলো ভেঙ্গে যেতো; খুব খারাপ লাগতো, ভাবতাম কখনোই কি পারবো না! আর যখন কোনমতে স্বপ্নগুলোকে একবার সফল করে ফেলতাম, তখন আনন্দে উদ্বেলিত হয়ে আত্মবিশ্বাস বেড়ে যেতো বহুগুণ! ভাবতাম, আরে আছে আর কে আমার মতো!!! এখন'ও স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলোকে নিয়ে আগের মতো করে আর ভাবতে পারি না! শত ব্যস্ততার মাঝেও যখন দুই একটা স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায়, ভেতরে পুষে রাখি সে স্বপ্ন গুলোকে! ভাবি এবার হয়নি তো কি হয়েছে, আবার হবে! আর যদি স্বপ্ন বাস্তব'ও হয়ে যায়, তাহলেও ভেতরে পুষে রাখি প্রাপ্তি হিসেবে! একটা সময় ছিলো যখন রঙ-বেরঙের স্বপ্ন দেখতাম খুব! স্বপ্ন গুলো কেবল নাহয় স্বপ্নই থাক! মোহ হওয়ার কি দরকার?ক! মোহ হওয়ার কি দরকার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।