আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইকে বলা হয় স্বর্নের শহর-নাইট ক্লাবের শহরঃ

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। দুবাইকে বলা হয় স্বর্নের শহর-নাইট ক্লাবের শহরঃ প্রবাসের খারাপ খবর গুলো কারো সাথে শেয়ার করতে ইচ্ছে করেনা। তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু খবর জানাতে ইচ্ছে করে। আজকে দুবাই শহরের কিছু খারাপ খবর শেয়ার করব। আরব আমিরাত মধ্যে প্রাচ্যের একটি ধনী দেশ।

১৯৭১ সালে দেশটির জন্ম হয়। জনসংখ্যার একটি বিরাট অংশ অন্য দেশের। প্রবাসীদের বেশীর ভাগ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, আফ্রিকান দেশের। দুবাই আরব আমিরাতে বানিজ্যিক রাজধানী। প্রতিদিন হাজার হাজার পর্যটক দুবাই শহরের সৌন্দর্য দেখার জন্য ছুটে আসছে।

পর্যটক ও প্রবাসীদের বিনোদনের জন্য দুবাই শহরের বড় বড় শপিংমলগুলোতে সিনেমা-থিয়েটার, আবাসিক হোটেল গুলোতে মদের বার, নাইট ক্লাব, ডান্স ক্লাব খোলা হয়েছে। মুসলিম প্রধান এই দেশের সুন্দর সুন্দর মসজিদগুলো বেশীর ভাগ সময় নামাযের পর পরই বন্ধ হয়ে যায়। কিন্তু মদের বার ২৪ঘন্টা খোলা থাকে। নাইট ক্লাবগুলো রাত ৯ থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে। কাজের সন্ধানে ছুটে আসা মানুষগুলো প্রবাসে এসেই একাকীত্ব ভোগ করে।

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এক সময় হতাশায় ভোগে। হতাশা আর টেনশনে আক্রান্ত কিছু কিছু প্রবাসী এই বিনোদন জগতে (নাইট ক্লাব) প্রবেশ করে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। এই বিনোদন জগতের বাসিন্দারা সবাই নিজ নিজ দেশের হওয়াতে তাদের সাথে খুব অল্প সময়েই সখ্যতা গড়ে উঠে। মোবাইল নাম্বার বিনিময়ের পর শুরু হয় কথা বলা। তারপর আস্তে আস্তে ভালবাসা শূরু হয় এবং এই ভালবাসার টানেই তারা প্রতিরাতে নাইটক্লাবে গিয়ে বসে থাকে।

ভালবাসার মানুষকে একটু কাছে পাওয়ার জন্য কষ্টার্জিত অর্থগুলো খরচ করে ফেলে। একসময় প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে বাড়ী ফিরে যেতে বাধ্য হয়। আমাদের দেশ ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর্টিস পরিচয় দিয়ে সুন্দরী রমনীরা দুবাই শহরের আবাসিক হোটেলে নাইট ক্লাবের নর্তকী হিসেবে কাজ করছে। ক্লাবে আসা মদপিপাসুদেরকে কাছে টানার জন্য তাদেরকে বাধ্য করা হয়। মোবাইলে প্রেমের অভিনয় করে কাছে টানার জন্য নির্দেষ দেয়া হয়।

হোটেল মালিকদের অত্যাচারে নর্তকীরা বাধ্য হয়ে এই কাজটি করে থাকে। আর তাদের উপর শারীরিক ও মানষিক নির্যাতন আছেই। আমাদের দেশের এক প্রবাসী যুবক (ছদ্ম নাম পলাশ) নাইট ক্লাবে গিয়ে নর্তকীর প্রেমে পড়ে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ৪০ লাখের বেশী টাকা অপচয় করে এখন নিঃস্ব। ব্যাংকে টাকা দিতে না পেরে এখন দেশে ও যেতে পারছে না। পলাশ বলেছে তার মত হাজার হাজার প্রবাসী নাইট ক্লাবে গিয়ে প্রতারিত হচ্ছে।

সরকার ও দুতাবাস কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ থাকে আমাদের দেশ থেকে আর্টিস পরিচয় দিয়ে যারা দুবাইতে আসছে তাদেরকে ভিসা না দেয়ার জন্য অনুরোধ রইল। দয়া করে প্রবাসী যুবকদেরককে প্রতারণার হাত থেকে বাঁচান।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.