আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক সম্রাট "ফখরুল" কথন

পথ চলতে চলতে দেখা হয়ে গেল কৌতুক সম্রাট ফখরুলের সাথে । সারাক্ষণ গুলশানের আশেপাশেই ঘুরঘুর করে প্রতিদিন । হঠাৎ করে আমার সাথে একদিন দেখা হয়ে গেল । কিছু বলবে বলবে করেও বলছে না কিন্তু পাশেই বসে এদিক সেদিক তাকাচ্ছিল । বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই বলে উঠলো " বাড়ির কথা জিগাও কেনে তাইলে হামাক খাতি দিবা "।

পাশে আরেকজন ছিল সে আমাকে কানে কানে ফিসফিস করে বললো ভাই বেশি খাতির দেখায়েন না তাইলে সে মাথায় উঠে বসবে, একটু পর নিজেকে বিএনপির মহাসচিব হিসেবে দাবি করে বসতে পারে । এই দুই উদ্ভট, পাগলাটে কিছিমের প্রাণী দুটোকে ডেকে চায়ের দোকানে নিয়ে গেলাম। যাক আমার হাতে যেহেতু একটু সময় আছেই সুতারাং দুই টাকার একটা পত্রিকা পরে সময় না কাটিয়ে এদের সাথে বসে বসে মজা নেই । হাজার হলেও লাইভ টেলিকাস্ট তো, এর মজাই আলাদা অনেকটা "ঝাল শো" এর মতো । ঐখানেও পাগলে বকে এখানেও তাই, কিন্তু নির্মল বিনোদন আছে দুটোতেই ।

চা খাওয়া শেষ হওয়া মাত্র ঝাকি মেরে উঠে দাড়ালো, তারপর আমার দিকে চেয়ে বলে উঠলো দেখেন ভাই "আপনি ভেবে বইসেন না যে চা আপনি খাওয়াইছেন, চা খাওয়াইছে দোকানদার"। আমি হটাৎ বলে উঠলাম ডায়লগটা পরিচিত পরিচিত লাগছে, কোথায় যেন শুনেছি । মনে পড়তে পড়তেও পড়ছেনা, ঠিক তখনই সে চিৎকার করে বলে উঠলো হ্যা ভাই আপনি ঠিক ধরেছেন আমিই সেই "কৌতুক সম্রাট বিএনপির মহাসচিব ফখরুল"। পাশ থেকে ঐ লোকটা বলে উঠলো দেখছেন ভাই, কইছিলামনা মিলছে আমার কথা? পরে কি বলবে ফখরুল, বলে দিমু? আমি বললাম, নাহ থাক। ওর মুখ থেকেই শুনি ।

আবারও কৌতুক সম্রাট বিএনপির মহাসচিব ফখরুল বলে উঠলো ভাই মিথ্যা কয় প্রকার বলেন তো? আমি বললাম তিন প্রকার । সে বললো কি কি?? আমি বললাম, মিথ্যা, ডাহা মিথ্যা, স্ট্যাটিসটিকস । সে বললো ভুল বলেছেন মিথ্যা চার প্রকার । আমি বললাম কি কি?? সে বললো মিথ্যা, ডাহা মিথ্যা, স্ট্যাটিসটিকস আর ফখরুল । সে আবার একবার চা খাইতে চাইলো।

শেষ চুমুক দিতে না দিতেই বলে উঠলো, বলেনতো কাদের কথায় কিছু মনে করতে নেই?? আমি বললাম কারা আবার, এটাতো সবাই জানে । তাও বলেন শুনি । তখন আমি বললাম "পাগল আর শিশুদের" কথা । সে বললো নাহ এটাও হলোনা । উত্তরটা হবে "পাগল, শিশু আর ফখরুলের " কথা।

তার একটুপরেই সে চলে যেতে যেতে বললো অনেক হয়েছে আর না, সারারাত মিটিং করেছি ম্যাডামের সাথে এবার যাই একটু ঘুমাতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।