আমাদের কথা খুঁজে নিন

   

সবার জন্য এক ছিলিম সতর্কবাণী আর সাথে কয়েক ছিলিম কৌতুক, একদম ফ্রি!!! (বিঃ দ্রঃ কৌতুক কমন পড়লে মাইর দিয়েন না, ফ্রি তো )

আমি একজন অলস মানুষ...

মিউজিক ব্যান্ডদলগুলোর ক্ষেত্রে একটা কথা আছে - যদি ১টা ভালো ও অভিজ্ঞ ব্যান্ড ভেঙ্গে সদস্যগুলো ব্যান্ড ছেড়ে চলে গিয়ে একাধিক ব্যান্ড জন্ম নেয় তাহলে সেইটা মিউজিকের জন্য ভালো। কারণ অভিজ্ঞ ব্যান্ডের সদস্যরা নতুন ব্যান্ডের অনভিজ্ঞ সদস্যগুলোর সাথে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, ভালো মিউজিকের প্রসার ঘটে। ব্লগিং-এর ক্ষেত্রেও সেই একই কথা খাটে কিনা জানিনা, তারপরও দেখছি অনেকে সামু ছেড়ে অন্যান্য ব্লগে পাড়ি জমাচ্ছেন, হয়ত সাময়িকভাবে অথবা একদম চিরতরে, অনেকে সামুর সাথে সাথে অন্যান্য ব্লগও একটু চেঁখে দেখতে চাইছেন। আশা করছি এতে করে বাংলা ব্লগিং-এর আরও প্রসার ঘটবে। যাইহোক, সতর্কবাণী যে জন্য – সাধারণতঃ একই ধরনের সাইটগুলোর জন্য আমাদের ভিতর যারা কিঞ্চিৎ অসেচতন ও অলস তারা প্রায় ক্ষেত্রেই একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।

যেমনঃ ইয়াহু, জিমেইল ইত্যাদি সবরকম ইমেইল সাইটগুলোর জন্য ১টা পাসওয়ার্ড; আবার ফেসবুক, টুইটার ইত্যাদি সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য ১টা পাসওয়ার্ড; আবার সব ব্লগ সাইটগুলোর জন্য ১টা পাসওয়ার্ড। অনেক সুপার-অলস ব্যক্তি আছেন যারা আবার সব সাইটের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন, এত্ত পাসওয়ার্ড মনে রাখা খুব ঝামেলা কোনো ওয়েবসাইট ডেভেলপের সময় একটা স্ট্যান্ডার্ড মেনে চলা হয় সেটা হলো - ডেভেলপার ডাটাবেসে ইউজারদের পাসওয়ার্ডগুলো Irreversible ফরম্যাটে (যেমন md5 ফরম্যাটে) স্টোর করবেন। এতে করে চেষ্টা করলেও কেউ পাসওয়ার্ডগুলো খুব সহজে ব্যাক-প্রসেস করে বের করতে পারবে না। কিন্তু যদি ডেভেলপারের অসৎ উদ্দেশ্য থাকে তাহলে দেখা গেল সে পাসওয়ার্ডগুলো প্লেন টেক্সট ফরম্যাটে বা তার নিজের বানানো কোনো অ্যালগোরিদমে এনকোড করে স্টোর করছে(যা সহজেই সে ডিকোড করতে পারবে)। যখন সে phpmyadmin-এ ঢুকবে তখন সব ইউজারের পাসওয়ার্ড তার হাতের মুঠোতে।

অবশ্য এই কথাটা সচেতন ইউজারদের ক্ষেত্রে খাটে না, কারণ তারা বিভিন্ন সাইটের জন্য বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু যারা একটু অলসতার জন্য এবং অনেক পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে বাঁচার জন্য একই পাসওয়ার্ড বিভিন্ন সাইটে ব্যবহার করেন, তারা কষ্ট করে হলেও এই কু-অভ্যাস ত্যাগ করুন, ব্রাউজারে পাসওয়ার্ড মনে রাখার জন্য অনেক অ্যাড-অন্‌ বা এক্সটেনসন আছে সেইগুলো ব্যবহার করুন। আপনার পক্ষে কখনই জানা সম্ভব না যে ডেভেলপার আপনার সংরক্ষিত একান্ত গোপন ডাটাগুলো কিভাবে ডাটাবেজে স্টোর করছে, তাই নতুন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় সচেতন থাকুন, আলাদা/নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন। একটু কষ্ট হলেও বিভিন্ন সাইটে একই পাসওয়ার্ড ব্যবহারের কু-অভ্যাস ত্যাগ করুন, নিরাপদ থাকুন। এইবার কিছু কৌতুকঃ ১. গ্রাম থেকে এক লোক শহরে এসে চাকরি চাইল।

তো সাহেব জিজ্ঞেস করলেন "সাইকেল ভ্যান চালাতে পারো?” লোকটি মাথা নেড়ে সায় দিল। পরদিন থেকে সাহেব ওকে বাচ্চাদের স্কুলে আনা নেয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। গ্রামের মানুষ অতশত বোঝে না, ট্রাফিক সিগন্যাল কি জানে না। তো ট্রাফিক পুলিশ এক বকা দিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, “এই ব্যাটা, কোথায় থামতে হয় জানিস না?” লোকটি ভয় পেয়ে গিয়ে বলল, “মাফ করুন স্যার, আমি এখনও বিয়ে করিনি। এগুলো আমার বাচ্চা না।

" ২. এক লোক তার বৌকে বলল, “তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি দূরের জিনিস একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু কাছের জিনিস একেবারেই দেখতে পাচ্ছি না। ওই যে ভাবী কিছুদূরে চারতলায় কাপড় শুকাতে দিচ্ছেন তা স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তুমি মনে করে সকালবেলায় কাজের মেয়েটাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, ভাগ্যিস ও সরে গেল। " ৩. এক কেরানির বৌয়ের ৪নং বাচ্চা হবে, কেরানি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে প্রমোশনের জন্য পরীক্ষা দিতে বসে গেল। ওর বৌ বলল, “আচ্ছা, তুমি এত চিন্তা করছ কেন? দেখছ না আমি কেমন নিশ্চিন্তে আছি?” কেরানি বলল, “আরে, তোমার পেটে তো তাও কিছু একটা আছে। আমার পেটে তো কিছুই নাই।

" ৪. এক লোক নিরিবিলি জায়গা মনে করে এক কবরের পাশে বসে মিষ্টি খাচ্ছে। পুলিশ এসে বলল, “কী ব্যাপার, আপনি এখানে বসে মিষ্টি খাচ্ছেন কেন?” “না, আমি তো কবরে ফুল দিতে এসেছি, তাছাড়া এটা আমার বাবার কবর। " “কী বলছেন? এটা তো একটা বাচ্চার ছেলের কবর। " “ওই তো, আমার বাবা তো ছোটবেলাতে মারা গেছিল। " ৫. - বলুন তো কবিতা ও জ্ঞানের মধ্যে তফাৎ কি? - একই কথা যখন প্রেমিকা বলে তখন কবিতা, আর বউ যখন বলে তখন জ্ঞান।

* কৌতুকগুলো রহস্যপত্রিকা আগস্ট ২০১০ সংখ্যা থেকে সংগৃহিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.