আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখজনক হলেও সত্যি গতকাল থেকে শুরু হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষায় কোন ছেলে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি!!!!

জীবনে যা দেখেছি, যা শিখেছি যা শিখছি তাই সবার সাথে শেয়ার করার অপপ্রচেষ্টা……সাথে বানানো কিছু গল্প। আজকে প্রকাশিত দেশের জাতীয় দৈনিক গুলোর ছবি দেখলে আপনার এমনই মনে হতে পারে। পত্রিকায় পরীক্ষার্থীদের যেসব ছবি ছাপানো হয়েছে তার সবগুলোই অপেক্ষাকৃত সুন্দরী, হালকা আবেগময় কিছু ললনা। টিভি চ্যানেলের খবরেও একই অবস্থা। কেবলমাত্র মেয়েদের পরীক্ষার কেন্দ্রগুলিকেই হাইলাইট করা হয়েছে। আমাদের ফুলের মত চরিত্রবান ...মিডিয়া কর্মীরা দেশের কোন পরীক্ষা কেন্দ্রে কোন ছেলে পরীক্ষার্থী খুজে পান নি! মিডিয়া গুলো একদিকে নারী অধিকারের কথা বলে, কিন্তু অন্যদিকে বিজ্ঞাপনের নামে নারীকে পণ্য করে। "ছেলেদের আন্ডার ওয়ার থেকে শুরু করে বাচ্চাদের ললিপপ" সব বিজ্ঞাপনে সুরসুরি বেগমদের হাজির করা চাই! যারা বাচ্চাদের বডি লোসনের বিজ্ঞাপনে বাচ্চার চেয়ে মায়ের বডিকে প্রাধান্য দেয় তাদের মুখে নারী অধিকারের বুলি কেমনে মানায়????? admin ~মিঠা দুঃখজনক হলেও সত্যি গতকাল থেকে শুরু হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষায় কোন ছেলে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি!!!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।