আমাদের কথা খুঁজে নিন

   

IDM দিয়ে ডাউনলোড করুন টরেন্ট ফাইল

মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব... আপনারা যারা http://www.torrentz.com সাইট থেকে মুভি এবং সফটওয়্যার ডাউনলোড করেন তাদের জন্য সুখবর। এখন আর ফাইল ডউনলোড করতে টরেন্ট সফটওয়্যারের উপর নির্ভর করতে হবে না। আপনার ব্যবহৃত IDM দিয়েই টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি টরেন্ট সাইট থেকে খুজে আপনার পছন্দের লিঙ্ক ফাইলটি ডাউনলোড করে নিন। এবার http://www.zbigz.com এ যান।

এখানে ছবির মত একটা পেউজ আসবে। এখন Upload Button এ ক্লিক করে আপনার টরেন্ট ফাইলটি আপলোড করুন। এখন Go Free তে ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর হালকা সবুজ রংঙের বাটন গাঢ় হয়ে গেলে সেখানে ক্লিক করুন এবং ডাউনলোড করুন আপনার পছন্দের ফাইল।

এটি আপনার ফাইলকে একটি জিপ ফাইল আকারে ডাউনলোড করবে। পোষ্টটি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।