আমাদের কথা খুঁজে নিন

   

এতো কেন জ্বালা.....

গণিতের মাঝে বাঁচতে চাই আজীবন...... আর এজন্য ক্যালকুলেটার কিন্তু অবশ্যই দরকার। না হলে এত হিসাব কি আর মুখে মুখে করা যায়! মনে বড় দুরাশা নিয়ে বাবাজানের প্যারা খাইয়া উচ্চ শিক্ষার নিমিত্তে যখন বিশ্ববিদ্যালয়ের দোরগোরায় ধাক্কা খাইয়া পড়িলাম ঐ দিন একটি লোকের কথা আমার বারংবারই মনে পড়ছিল যিনি বলেছিলেন, "ঠ্যালার নাম বাবাজ্বী"। এবং অতি শীঘ্রই ই বড় ভাই নামক জাতের প্রতি খুবই অনিচ্ছাকৃতভাবেই আছড়াইয়া পড়িলাম....। এবং বলতে গেলে শয়নে-স্বপনে,নিদ্রাযাপনে, ভোগ এবং সবশেষে ত্যাগ কর্মেও শুধুই তাদের প্রতিচ্ছবি ভাসিয়া উঠত এই ভেবে যে, কখন না জানি সামনে এসে বলে, "ক্লাস শেষে দেখা করবি......। কাজ আছে!!!!!" একদিন ক্যান্টিনে বড় ভাইকে বন্ধু ভেবে ঘাড়ে চাপড় মারার ফল সুচারুরূপে দেখতে পেয়েছিলাম.... বড় ভাই কি জয় হো....... যাক গা বড় ভাই।

এইবার পাঠদানের প্যারার কথা একটু প্রচার করি। এবং আবারও সেই বড় ভাইদের কথা বলতে হয়, যারা অত্যন্ত এবং নিতান্তই ভদ্রাতার সাথে আমাকে বলেছিলেন (!) যে বঙ্গদেশে বিশ্ববিদ্যালয় হইলো তিন প্রকার। য্থা, পাবলিক, প্রাইভেট এবং সর্বোপরি আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়....। ইহার প্রমাণ শ্রেণীকক্ষে নিত্যদিনই পাইতেসি। প্রথম দিন ক্লাসে চুদুরবুদুর করার দায়ে যখন মহামান্য এক ছাত্রের প্রস্থান লক্ষ্য করলাম ঐ দিনই বুঝেছিলাম যে চুদুরবুদুর এর যায়গা এটা না..... পরীক্ষা নামক জিনিসটার প্রতি এতটাই বিতৃষ্ণা জন্মে গেছে যে, ওসামা বিন লাদেনের চেয়ে আমার টিচারদেরই সবচেয়ে বড় টিরোরিস্ট বলে মনে হয়..... যাই হোক মনে বড় ব্যাথা নিয়ে কথাগুলো লিখিলাম এই ভাবিয়া যে, "ছাইড়া দে মা, পালাইয়া বাঁচি।

" অতঃপর থাকেন হে মহাশয়বৃন্দ। কারণ কাইলকাও পরীক্ষা আছে.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।