আমাদের কথা খুঁজে নিন

   

মেঘাচ্ছন্ন আকাশ ও পাহাড়

মেঘাচ্ছন্ন আকাশ কে পাহাড় করুণ স্বরে ডেকে বলেছিল ভিজিয়ে দাও আমায় বৃষ্টির ঝাপটার মাধ্যমে । বিনিময়ে তুমি যা চাও সবই আমি দেব ! তখন আকাশ পাহাড় কে বলল যদি না দেই – তবে কি তুমি আমার সাথে কথা বলবে না ? পাহাড় বলল আকাশকে তবে যে আমি থাকবই না এই পৃথিবীতে , আমি বাঁচতে চাই এখানে আর সেই জন্যই তোমাকে আমার ভীষণ প্রয়োজন । আকাশ তখন বলল – আমি তোমাকে বৃষ্টির ঝাপটা দেব – বিনিময়ে তুমি আমায় কি দেবে ? পাহাড় বলল – অফুরন্ত ভালবাসা । তখন আকাশ খুশি হয়ে বলল অপেক্ষা কর আর কিছুক্ষণ , আমি আসছি ফিরে তোমার কাছে হাজার ফোঁটা বৃষ্টির ঝাপটা হয়ে । এরপর বৃষ্টি নামে – আর মেঘাচ্ছন্ন আকাশ ও পাহাড়ের আলিঙ্গন দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠে এই বসুন্ধরাতে। void(0);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।