আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গক্রমে প্রাসঙ্গিক

প্রসঙ্গ এক ---- জাহিদ হাসানের একটা বেশ বিখ্যাত ডাইলগ আছে ----- '' আগে মানুষ ভালো আছিল ক্যা কু ক্যা কু , এখন মানুষ ভালো নাই ক্যা কু ক্যা কু '' দুই -- আগে বড়রা বলতো যখন আমরা কেউ অপরের সাথে প্রতিশোধ নিতে চাইতাম যে , - একটা কুকুর তোরে কামড় দিলে কি তুই ওই কুকুররে কামড় দিবি ? তখন জোর গলায় বলতাম -- না । আর এখন কুকুর এর মা তার বাচ্চারে শিক্ষা দেয় মানুষ তোরে কামড় দিলে কি তুই কামড় দিবি ?? তখন সে বলে , না / তিন - আমার এক স্যার একটা কথা বলতো কুকুরের বাচ্চা দেখতে সব সময়ই সুন্দর কিন্তু কুত্তার বাচ্চা সবসময়ই খারাপ । চার -- আপনি যদি প্রতি বছরের একটি করে মুভি দেখেন তাহলে বুঝতে পারবেন মানুষের চিন্তা ধারণা আগে কি স্বাভাবিক ছিল এখন তা কুটিল এবং জটিলতার দিকে যাচ্ছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।