আমাদের কথা খুঁজে নিন

   

মডেল অলি যদি ছেলে না হয়ে মেয়ে হতো, তখন ???????

সদা নিরুপায় তবুও অকুতোভয় মডেল অলি আত্বহত্যা করে মারা গেছেন গত পরশু। পারিবারিক সুত্রের বরাত দিয়ে পুলিশ এবং মিডিয়া বলছে এর জন্য তার স্ত্রী অনন্যাই দায়ী। কিন্তু এরপর না আছে আমাদের মিডিয়ার কোন ফলোআপ, না আছে আমাদের তথাকথিত নারীবাদি লেখিকা বা নারীনেত্রীদের কোন বয়ান!! না আছে নারীবান্ধব সরকারের কোন পদক্ষেপ। কিন্তু অলি যদি ছেলে না হয়ে মেয়ে মডেল হতো, তখন ! কত কিছু হতো! কত রসালো গল্প রচনা হতো। হয়তো বলিতো, অলি তার স্ত্রীকে প্রতিরাতে নির্যাতন করতো। আমাদের নারীনেত্রীরা সভা সমাবেশ, সাংবাদিক সম্মেলন করে নিজেদের চেহারা মোবারক খানি দেশবাসীকে দেখাইতেন। আর মাথা উপড়দিক কইরা বেগম রোকেয়াকে স্মরণ করতেন। আর বলিতেন "তোমার দেখানো পথেই আছি, তাই না"। বেগম রোকেয়া হয়তো মুচকি হাসিয়া কইতেন "আমি তোদের মতো প্রচারের আশায়, তথাকথিত নারীদের প্রশ্রয় দেয়ার জন্য নারী জাগরনের জন্য আন্দোলন করি নাই" হা হা হা, নারী অধিকার, নারীনেত্রী আর আমাদের সমাজ !!!! অনন্যা’র উপেক্ষায় আত্মহত্যা অলি’র

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।