আমাদের কথা খুঁজে নিন

   

দেড় আঙুলের পিচ্চি বুড়ি

দেড় আঙুলের পিচ্চি বুড়ি, মুখে কথার ফুলঝুরি, একটু পেকটু লাজুক চোখে, আনমনা মন যায় ছুটিয়ে। বয়স নয়তো উনিশ কুড়ি, লাজুক মুখে রঙের তুলি, যাই আকিয়ে নিত্যনতুন, সরল মনের স্বপ্নগুলি। চটুল চোখের দুষ্টু হাসি, মন ভুলিয়ে বাজায় বাঁশী, উদাস ভোরের মাতাল ঘোরে, মন জানালায় স্বপ্নরাশি। লাল টুকটুক ঠোট বাঁকিয়ে, মুখটা মলিন চোখ ভিজিয়ে, বলত সে যে এবার দেখি, দেবে নাকি আমায় ফাঁকি। সাধ্যি কি মোর দেব ফাঁকি, তোকেই নিয়ে স্বপ্ন আঁকি, নিত্যনতুন মান অভিমান, তুই যে মোদের সারা দিনমান। ভাবতাম আমি এই যে ছুড়িঁ, বয়স নয় তোর উনিশ কুড়ি, বুদ্ধিতে তুই আহামরি, যুথবদ্ধ এক রাজকুমারী। দেড় আঙুলের পিচ্চি বুড়ি, কাছাকাছি তোর উনিশ কুড়ি, শ্বেতশুভ্র এই মনটা তোর, মন নীলিমায় পরশপাথর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।