আমাদের কথা খুঁজে নিন

   

গত কিছুদিনের শিক্ষা সমূহ (১)

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা... শিক্ষা নং-১: সরকার হরতাল দিলে সেটা হয় যৌক্তিক, অহিংস ও শান্তিপূর্ণ, এতে দেশের কোন ক্ষতি হয় না। বিরোধী কোন দল হরতাল দিলে সেটা হয় অযৌক্তিক, দেশদ্রোহী, সন্ত্রাসী কর্মকান্ড এবং দেশের হাজার কোটি টাকার লোকসান! শিক্ষা নং-২: মতিঝিলে হেফাজতে ইসলামীর মহা সমাবেশে লাখ লাখ লোক সমাগম হলে সেটা হয় গার্মেন্টস্ কর্মীদের মোটা অঙ্কের টাকায় ভাড়া করা সমাবেশ। শাহবাগে গণজাগরণ মঞ্চে ২১শে বই মেলার দর্শনার্থীরা প্রবেশ করলে সেটা হয় সতস্ফুর্ত প্রতিবাদী সমাবেশ। শিক্ষা নং- ৩: হেফাজতে ইসলামী কোন রাজনৈতিক দল না, কিন্তু তারা যেসব দাবি দাওয়া উত্থাপন করেছে সেসব অযৌক্তিক! কারণ, সেই দাবিগুলোর সবগুলোই রাজনৈতিক দাবি! অন্যদিক, শাহবাগের গণজাগরণ মঞ্চ রাজনৈতিক দল না। কিন্তু তারা যেসব কর্মকান্ড (পতাকা নামিয়ে ফেলা, পতাকা উঠানো, মোমবাতি জ্বালানো, জনসভার নামে স্কুল কলেজ বন্ধ করে দেয়া, লংমার্চ প্রতিহত করা) সংঘটিত করেছে এবং যেসব দাবি সরকারের কাছে উত্থাপন করেছে সেসব কোনমতেই রাজনৈতিক দাবি নয়! শিক্ষা নং- ৪: সরকারের মতে- ব্লগাররা কোন দোষ করেনি।

তারা নাস্তিক না। তাদের ব্লগ হ্যাক করে অন্যেরা আল্লাহ এবং রাসুলের প্রতি কটুক্তি করেছে। অন্যদিকে, সরকার ৪ জন ব্লগারকে আটক করেছে। তাদের রিমান্ডে নিয়েছে। তাদের যথাযথ শাস্তির বিধান নিশ্চিত করা হবে বলে মন্ত্রীমহোদয় জানিয়েছে! (এই শিক্ষায় একটা জিনিসই শিখতে পারলাম, সরকার গাছের গোড়া কেটে আগায় পানি ঢালছে!) শিক্ষা নং- ৫: গণজাগরণ মঞ্চের কেউ যখন কোন সাংবাদিককে পিটিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয় তখন সেটা হয় কতিপয় উচ্ছৃংখল ছেলের দুষ্টামি।

অন্যদিকে, সাংবাদিকরা যখন বিরোধীদলের সমাবেশে মার খায় তখন সেটা হয় বাক-স্বাধিনতার বিরাট হস্তক্ষেপ, সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র অভিযান! শিক্ষা নং-৬: পয়লা বৈশাখে রাজনৈতিক কোন দল সমাবেশ কর্মসূচি দিলে সেটা হয় অগণতান্ত্রিক, অযৌক্তিক, বাংলা সংস্কৃতির প্রতি আঘাত! অন্যদিকে, একই দিনে গণজাগরণ মঞ্চ থেকে মহা-সমাবেশের কর্মসূচি হলে সেটা হয় "নব জাগরণের" বিকাশ। শিক্ষা নং-৭: ডা. ইমরান এইচ সরকার সাধারন একজন মানুষ। কিন্তু তার এক কথায় পতাকা নেমে যায়, মোমবাতি জ্বলে উঠে, লংমার্চ প্রতিরোধ করার জন্য অনেকেই লাঠিসোটা নিয়া প্রস্তুত হয়ে যায়, তিনি চাইলেই যখন খুশি তখন স্কুল কলেজ ছুটি দিতে পারেন! একজন সাধারণ মানুষের যখন এতোই ক্ষমতা তখন আমরা আমজনতা কি? না-সাধারন?!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।