আমাদের কথা খুঁজে নিন

   

সমাজ সেবায় তারকারা !

মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের নামিদামি তারকারা সমাজ সেবার বিভিন্ন স্তরে অভূতপূর্ব অংশগ্রহণ করে থাকলেও বাংলাদেশের তারকারা কেন জানি এক্ষেত্রে প্রায় অনুপস্থিত। বিশ্বতারকাদের মধ্যে- ক্স অরুন্ধতি রায় - নর্মদা বাচাঁও আন্দোলন ক্স মেধা পাটকর - ঐ ক্স শাবানা আজমী - বস্তিবাসী উন্নয়ন ক্স সুনিল দত্ত - ক্যান্সার প্রতিরোধ ক্স ভিক্টোরিয়া প্রিন্সিপাল - ঐ ক্স জোয়ান কলিন্স - ঐ ক্স অড্রে হেপবার্ন - শিশু অধিকার ক্স এলিজাবেথ টেলর - এইডস্ নিরাময় ক্স মাইকেল জ্যাকসন - সুবিধা বঞ্চিত শিশুদের অদিকার ক্স স্পাইস গার্লস - ঐ ক্স বিয়ানকা জ্যাগো - ঐ ক্স লিওনার্দো ডি ক্যাপ্রিও - ঐ ক্স রিচার্ড গ্যয় - শরনার্থী পূনর্বাসন সহ অনেকেই অগ্রনী ভূমিকা পালন করছেন। আমার মত সারারণ মানুষ এদের ব্যাপকতা জানাও দুস্কর। ডেভিড বেকহ্যাম, মেসি, রুনি কিংবা মোহাম্মদ আলী, ভেনাস, সেরেনার মত বিশ্বের হাজার হাজার তারকা সমাজসেবার বিভিন্ন স্তরে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত কাজ কওে যাচ্ছেন।

সেসব স্থানের চেয়ে আমাদের সামাজিক অবস্থা আরও ভয়াবহ। বিশ্বের অনেক তারকা আমাদের দেশে আসেন সেবা দান করার জন্য, আমরা তা অবলিলায় গ্রহণ ও করি। আমাদের শিশুরা সকল অধিকার থেকে বঞ্চিত। তাদেরকে সন্ত্রাস, নির্যাতন, অবহেলা, অর্থনৈতিক ও যৌন নির্যাতন থেকে রক্ষা করা এখন সময়ের দাবী। আমাদের তারকারা সমাজ থেকে তো অনেক কিছু পেয়ে থাকেন।

খ্যাতি - যশ নিয়ে তাঁরা সমাজের সকল মানুষের মনে অধিষ্ঠিত। এর বিনিময়ে ও কি সমাজ তাদের কাছ থেকে কিছু পেতে পারে না ? দ্রষ্টব্য: তারকাদের একটু স্বদিচ্ছা - ই পারে আমাদের সমাজের চিত্র পাল্টে দিতে। বি:দ্র: অভিনেতা ইলিয়াস কাঞ্চন ( নিরাপদ সড়ক চাই ), অভিনেত্রী তারানা হালিম এম.পি (নিরাপদ সড়ক চাই), কন্ঠশিল্পী মমতাজ এম.পি (চক্ষু হাসপাতাল), অভিনেত্রী মৌসুমী (হাসপাতাল) সহ যাঁরা সমাজ সেবায় আছেন তাঁরা নমস্য:। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.