আমাদের কথা খুঁজে নিন

   

ভাষাণ শেখঃএকজন লেখাপড়া না জানা স্বভাবকবির কথা।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন গত ডিসেম্বর মাসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পে কাজ করার জন্য মানিকগঞ্জে ছিলাম। মানিকগঞ্জের শেষ সীমানা যমুনাপাড়ের উপজেলা দৌলতপুর এর বৈন্যা গ্রামে। প্রতি বছর বন্যা,নদীভানঙ্গন ও ঘূর্ণিঝড় এর কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয় মানুষজন।

তাই তাদের জীবন জীবিকার মতই চোখে মুখে দারিদ্রের ছাপ। ওই গ্রামেই কাজ করার সময় দেখা হয়েছিল ভাষাণ শেখ নামের এক স্বভাবকবির সাথে। যিনি লেখাপড়া জানেন না এবং তার পরিবারের জীবিকা কৃষির উপর নির্ভরশীল। তবে তিনি গান লিখেন। তার লেখা গানগুলো একদম মাটির গান বা মানুষের গান।

তিনি মুখে মুখে গান ধরেন আর অন্য লেখাপড়া জানা কেউ হয়তো তাকে গানগুলো লিখে দিয়ে সাহায্য করে থাকেন। আমি তার নিজের লেখা ও গাওয়া প্রায় ১০ টি গান শুনেছি,প্রতিটি গানই আমার ভালো লেগেছে। ভাষাণ শেখের গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সমাজ বাস্তবতা। তিনি নযে সব গান লিখেন তার প্রায় সবই সময়ের সাথে তাল মিলিয়ে চলে। একটা প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন গ্রামীণ চাষীর মুখে মুখে তৈরি গান আমাকে দারুণভাবে বিমোহিত করেছে।

তাকে সহস্র সালাম। তার গাওয়া একটি গানের লিঙ্ক দিলাম,একটু সময় নষ্ট করে হলেও দেখবেন, Click This Link ভাষাণ শেখের হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। নেই কোনো ডিগ্রি বা সার্টিফিকেট। তবে তার নিঃস্বার্থ কীর্তিগুলো হয়তো আমাদের তথাকথিত শিক্ষিতদের চেয়েও অনেক অনেক দামী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.