আমাদের কথা খুঁজে নিন

   

যেসব মেয়ে আমার জিবনে এসেছিল...

এই লোকের ব্লগ কিন্তু বেশি সুবিধার না! সো, সাবধানে পড়বেন এবং মন্তব্য করবেন.... আমার কিশোর বেলা!! আমি আমার ছোটবেলা থেকে কিশোর বেলা কাটিয়েছি স্বর্গের মত দেখতে একটি গ্রামে। সেখানকার সহজ সরল মানুষগুলোর কথা আমি কখোনোই ভুলতে পারবো না। যাহোক,আমি ছোটবেলা থেকেই একটু চুপচাপ এবং ঠান্ডা প্রক্রিতির! প্রাইমারি স্কুলে পড়ার সময় আমি কারো সাথেই কথা বলতাম না। শুধুমাত্র আমার পাশের বাসার মেয়েটি ছাড়া। এরপর হাইস্কুলে উঠি এবং বরাবরের মতই আমি চুপচাপ ক্লাশে বসে থাকতাম।

স্যার এলে পড়া দিতাম এবং ক্লাশের ফাকে সবাই দুস্টমি করলেও আমি একা একা বসে থাকতাম!! ! এরপর উঠলাম ক্লাশ সেভেনে। উঠেই দেখলাম ক্লাশের মেয়েদের সাথে ছেলেদের কেমন যেন ঝগড়াটে ভাব। সবাই একে অপরের পিছনে লেগে রয়েছে এবং ঝগড়া করছে। যদিও ঝগড়ার বিষয়গুলো ছিলো হাস্যকর!! আমি শান্তশিস্ট থাকার কারনে আমার সাথে কেউ ঝগরাঝাটি করত না। হঠাৎ আমার ক্লাশের একটি মেয়েকে ভালো লেগে গেল!! (বুঝেনইতো সবে হালকা বুঝতে শিখেছি!!) অনেকটা বাংলা ছবির মত একদিন ক্লাশে ঢুকার সময় প্রচন্ড এক ধাক্কা খেলাম! ধাক্কা খাওয়ার পর আমি কি বলব বুঝে উঠতে পারছিলাম না।

হিরোদের মত ডায়লগ দিবোকিনা ভাবতেছি সেই সময় সে বলল , অন্ধ নাকি?? এই বলে চলে গেল। ক্লাশের অন্য মেয়েরা এটাকে যেন আকাশের চাদ হাতে পেল। পোলারা খারাপ টাইপের কথাবার্তা শুরু করে দিলো। এ্যান্ড এ্যাজইউজাল ঝগড়া!!! এরপর সেই মেয়ে আমাদের স্কুল থেকে ট্রান্সফার নিলো এবং আমিও ভুলে গেলাম তার কথা ,এখনতো নামও মনে পড়ছে না! ক্লাশ এইটে উঠার সময় আমি আবিস্কার করি আমাদের ক্লাশের একটি মেয়ে কি যেন একটা ম্যাগাজিন পড়তেছে । আমি আবার আগে থেকেই বই,ম্যাগাজিন পাগল!! আমি গেলাম ওর কাছে গিয়ে দেখি যুগান্তরের 'বিচ্ছু'! ! এটা আমার একরকম ফেবারিট ম্যাগাজিন।

আমি ওর কাছে গিয়ে বললাম,আমি কি একটু পড়তে পারি?? সে বলল,তুমি বুঝবে না। যারা আগে থেকে এইসব পড়ে শুদু তাড়াই বুঝে!! আমি বললাম,আমিও পড়ি এগুলো। তুমি আলপিন পড়?? ও বলল, না! আমি বলালাম, আমি তোমাকে কিছু আলপিন এনে দিবো। আলপিনও খুব ভালো। এর পর সে আমাকে বিচ্ছু পড়তে দিল।

সেই থেকে ও আমার বন্ধু!এখনো আমার বন্ধু! যাহোক, এরপর টেনে উঠার সময় আমার দেখলাম আমাদের পাশের স্কুলে একটি মেয়ে এসেছে অন্য এলাকা থেকে। আমাদের এলাকায় এখন থেকে পড়বে এবং এখানেই থাকবে। প্রথম দর্শনেই আমি প্রেমে পড়ে গেলাম! একেবারে ডানাকাটা পরি!! বলতে গেলে ফার্স্ট লাভ! তো,ক্যামনে কি করবো বুঝতেছি না। প্রপোজ করবো কিভাবে এ্যান্ড প্রপোজের পর কি করবো এইসব ভাবছি দিনরাত!! এর মাঝে আমার একেবারের কাছের বন্ধু এসে বলল, দোস্ত আমি ওই মাইয়ারে ছাড়া বাচুম না । তুই ভালো পরামর্শ দে।

আমিতো শুনে পুরাই ২২০ ভোল্টের ছাকা খেলাম। তারপর অনেক হিস্টুরি! আমিও বন্ধুর কারনে ওই মেয়েকে ছেড়ে দিলাম!! এখনো তারা বহাল তাবিয়াতে প্রেম চালিয়ে যাচ্ছে। সেদিন আমি আমার বন্ধুটিকে বললাম, ধর ওই মাইয়ারে তুই পাইলি না তখন কি করবি?? ও বলল,'আমি প্রথমে কয়েকজনকে খুন করবো যাদের কারনে পাই নাই এর পর আমিও মরে যাবো!!" বুঝেন তাইলে এনি কি রকম প্রেমিক!!*_* এরপর উঠলাম কলেজে,উঠে দেখি আশেপাশের সবাই ধুমছে প্রেম চালিয়ে যাচ্ছে! শুধু আমি একাই এখনো সিংগেল!! o_O তো একদিন এক বন্ধুর সাথে রাস্তায় ঘুরতে বেরিয়েছি হটাথ দেখি আমামদের সামনে এক সুন্দরি ললনা আসছে। আমাদের পাশ দিয়ে চলে গেল এবং আমি হা করে তাকিয়ে রইলাম!! :X আমার বন্ধুটি বলল,কিরে পছন্দ হইছে?? আমি, হইলেই আর কি! বন্ধু, 'আমি এই মাইয়ারে চিনি। তোর নম্বর লাগলে বলিস।

' আমি,:' দিস তাহলে" আমার সেই বন্ধুটি ছিলো একটু প্লেবয় টাইপের! চারদিনের মাথায় আমাকে নম্বর দিয়ে দিলো। এখন আমি কল দিবো কি দিবো না ভাবতেছি। একসপ্তাহ আমার ভাবতে ভাবতেই গেল। এর পর একদিন সাহস করে ফোন দিয়েই ফেললাম। সে ওইপাস থেকে হ্যালো বলল।

আমি কি বলব বুঝতে পারতেছিলাম না। তারপর কোনমতে টেনেটুনে দু মিনিটের মত কথ বললাম। কিছুদিন পর আবার ফোন দিলাম এইভাবে ফোনদিতে দিতে একদিন আমরা মোটামুটি ক্লোজ হয়ে গেলাম! সামনে ১৪ঈ ফেব্রুয়ারি। আমিতো পুরাই উত্তেজিত জিবনে প্রথম কাউকে প্রপোজ করবো। ওহ,আমি এখনো প্রপোজই করতে পারি নাই।

হুদাই কথা বলতাম!! ১৪ফেব্রুয়ারি আমার এক বান্ধবি ফোন দিয়ে উইশ করলো এরপরঈ সেই মেয়ের ফোন। আমিতো খুশিতে পুরা উলাল্লা অবস্থা!! আমার আশায় গুরেবালি দিয়ে সেই মেয়ে বলল, আমি আসলে অন্য একজনকে ভালোবাসি!! আপনি আর আমার নম্বরে কোনদিনও ফোন দিবেন না। আমি কি বলব বুঝতে না পেরে 'আচ্ছা' বললাম!! =D আমিতো পুরাই ফিদা! এর একমাস পর সেই মেয়ে ফোন দিয়ে বলল, আসলে আগে আমি এমনেই বলছিলাম। আমি অনেক চিন্তা করে দেখলাম আমি আসলে তোমাকেই ভালোবাসি!! " আমি তাহারে কইলাম,'আমি আর তোমাকে ভালুবাসি না!!" এই ছিলো আমার জিবনের সকল মেয়েদের কাহিনি!যদিও আরো কয়েকজন বাদ পড়ছে। সেগুলি সামনে লিখবো!! জানি এগুলোকে প্রেম বা ভালোবাসা বলে না।

তাই হুদাই উল্টাপাল্টা মন্তব্য করে আমার মন্তব্য-অনুভুতিতে আঘাত দিবেন না!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.