আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রতি যেসব ছবি দেখলাম..

আমরা প্রত্যেকে সেইসব মানুষদেরই একজন, যাদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয়।
The International(2009) নিতান্তই সময় কাটানোর জন্য গত weekend এ থিয়েটারে গিয়ে ছবিটি দেখা। একটি ব্যাংকের আন্তর্জাতিক দূর্নিতির প্রমাণের অনুসন্ধানে দুজন ইন্টারপোল অফিসারের অভিযান নিয়ে এই ছবির কাহিনী। ছবিটিতে মানবিক আবেগ ফুটিয়ে তোলার ব্যাপারটি বেশ ভাল লাগল। Lucky number SLEVIN (2006) ছবিটির অভিনেতাদের (Josh Hertnett, Morgan Freeman, Bruce Willis) নাম শুনেই ধরে নিয়েছিলাম এটা ভালো হবে।

যদিও ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করতে পারেন ছবিটি নিতান্তই একটি হলিউডিশ এ্যকশন ছবি। কিন্তু শুরুর ১০ মিনিট দেখলেই বুঝতে পারলাম.. নাহ্ এটা পুরোই অন্য ধাচের..! Fight Club, The Machineist, The Fountain, Magnolia.. এই ছবিগুলো যাদের ভালো লেগেছে.. তাদের এটিও ভালো লাগবে বলে আশা রাখি। ( যদিও Fight Club, The Machineist, The Fountain, Magnolia..এগুলো অতুলনীয়..!) Love in the time of cholera (2007) কিছু কিছু ছবি মানুষকে বিমোহিত করে ফেলে। শেষ না দেখা পর্যন্ত কল্পনা করা যায় না এর শেষ কোথায়। Love in the time of cholera অনেকটা সেইরকমের ছবি।

প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পরেও ৫০ বছর পর্যন্ত অপেক্ষা করেন ছবির কেন্দ্রিয় চরিত্রের যুবকটি। যেন, প্রেমিকার স্বামী মরে যাওয়ার পর প্রেমের দাবি নিয়ে উপস্থিত হতে পারে সে। এই ৫০ বছরে তার জীবনে আসা কয়েকশ নারীর সাথে যৌনসম্পর্ক হওয়ার ঘটনাকে সে লিপিবদ্ধ করতে থাকে। অদ্ভুত এই ছবিটি আমি সেইসব দর্শকে দেখার জন্য বলব যাদের "Malena, Cinema Paradiso এবং The Notebook" ভালো লেগেছে। ( "Cinema Paradiso"- ছবিটি আমার অসম্ভব প্রিয় একটি ছবি, ভবিষ্যতে এই ছবিটি নিয়ে আমার আলাদা একটি পোষ্ট দেওয়ার ইচ্ছে আছে।

) Little Children (2006) কোন এক অজ্ঞাত কারনে ছবিটির তেমন একটা নাম-ডাক শোনা যায় নি। অথচ অস্কারে শ্রেষ্ঠ ছবি হওয়ার মত প্রতিটি যোগ্যতাই এই ছবির আছে। যেরকম অভিনয়ে, কাহিনীতে , নির্মানশৈলীতে .. প্রতিটি দিক থেকেই অতুলনীয় একটি ছবি এটি। ছবিটি সম্পর্কে বিশেষ করে আর কিছু বললাম না। শুধু এটুকুই বলব..সবাই দেখুন।

Kate Winslet যদি ৩-৪ টি ভাল ছবিতে অভিনয় করে থাকেন তবে এটি তার মধ্যে অনন্য। The Quiet (2005) ছবিটি দেখার পর পরই বাংলাদেশে আমার আরেক সিনেমাখোর বন্ধুর কাছে ই-মেইল করলাম। লিখলাম "দোস্ত, তুই যদি ছবিটা না দেখিস তবে আমি আত্মহত্যা করব। " ছবিটি সম্পর্কে এর বেশি আর কিছু আমার বলার নেই। (এই ধরণের ভাল ছবি পৃথিবীতে খুব সম্ভবত আর একটিই তৈরী হয়েছে - সেটি হল "American Beauty (1999)" )
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.