আমাদের কথা খুঁজে নিন

   

ই-বুক ‘মুঠো ভরা রোদ’ এর বৈশাখ সংখ্যার জন্য লেখা আহ্বান

আকাশ ভরা গাঙচিল লেখকদের পাঠানো দারুণ সব লেখা এবং আমাদের প্রথম প্রচেষ্টা দারুণভাবে সফল হওয়ায় আমরা আবার নতুনভাবে আপনাদের সামনে আনতে চাইছি সম্পূর্ণ নতুন একটা ই-বুক। ভালবাসা দিবসে আসা আমাদের প্রথম ই-বুক 'মুঠো ভরা রোদ' (এ পর্যন্ত প্রায় ৮০০+ ডাউনলোড কৃত) প্রকাশের সময় জানিয়েছিলাম এর বৈশাখ সংখ্যার কথা। আগামী ১৪ এপ্রিল, বাংলা পহেলা বৈশাখ ১৪১৯, আমরা বের করতে যাচ্ছি ই-বুক ‘মুঠো ভরা রোদ’ এর দ্বিতীয় সংখ্যা। গল্প, কবিতা, স্মৃতিকথা, কার্টুন, সায়েন্স ফিকশন, স্যাটেয়ার, মজার কোন অভিজ্ঞতা অথবা প্রবন্ধ; যে কোন বিষয়ে জমজমাট একটা লেখা লিখে ফেলুন এবং আমাদের কাছে পাঠিয়ে দিন আগামী ০৮ এপ্রিলের মধ্যে। ই-বুক প্রকাশিত হবে ১৩ এপ্রিল।

লেখা পাঠানোর নিয়মঃ ১. শব্দ সংখ্যা অবশ্যই ২৫০০ এর মধ্যে হতে হবে। ২. লেখায় বানান শুধতার দিকে নজর রাখবেন। ৩. সর্বমোট ২টা (দুই) লেখা জমা দেয়া যাবে; এর মধ্যে যে কোন ১টা গল্প, ১টা কবিতা অথবা ২ টা কবিতা। অন্যান্য বিষয় ভিত্তিক লেখার ক্ষেত্রেও এই সংখ্যা একই হবে। ৪. অভ্রতে লিখলে সবচেয়ে ভাল হয়।

ফন্ট ‘Siyam Rupali’ এবং ফন্ট সাইজ ১২, আলাদা একটা ডক ফাইলে লিখে মেইলে এটাচ করতে হবে। মেইলে কোন লেখার লিংক অথবা মেইল বক্সে লেখা গ্রহণযোগ্য না। লেখার নিচে অবশ্যই নিজ ব্লগ নিক লিখবেন সাথে ই-মেইল আইডি। ৫. আমাদের এই সংখ্যা মান সম্পন্ন করার কারণ হেতু সব লেখাই কঠিন বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। ব্লগে কিংবা অন্য কোন সাইটে প্রকাশিত লেখা পাঠাবেন না।

সম্পূর্ণ নতুন লেখা দিন এবং যদি মনে করেন যে প্রকাশিত লেখা যথেষ্ট সাহিত্যগুণ সমৃদ্ধ তবে সে লেখা পাঠাতে পাড়েন। ৬. আমাদের ই-মেইলঃ সার্বিক সহযোগিতায় আছেন ব্লগার সুদীপ্ত কর । ই-বুক প্রকাশিত হবার পর ডাউনলোড লিংক পাবেন সুদীপ্তর ব্লগে। প্রথম সংখ্যার ডাউনলোড লিংক। ধন্যবাদ সবাইকে।

ভাল থাকবেন। আর দ্রুত লেখা পাঠাবেন এই আশা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।