আমাদের কথা খুঁজে নিন

   

আল কুরআনের কয়েকটি বিষ্ময়কর তথ্য

আমি নতুন কিছু পড়তে ভালবাসি ডঃ তারেক আল সোয়াইদানের গবেষনা থেকে পবিত্র আল কুরআনের কয়েকটি বিষ্ময়কর তথ্য নিম্নে দেয়া হলঃ কুরআনেঃ- দুনিয়া শব্দটা এসেছে ১১৫বার, আখিরাত শব্দটা এসেছে ১১৫বার ফেরেশতা শব্দটা এসেছে ৮৮বার, শয়তান শব্দটা এসেছে ৮৮বার জীবন শব্দটা এসেছে ১৪৫বার, মৃত্যু শব্দটা এসেছে ১৪৫বার উপকার শব্দটা এসেছে ৫০বার, ক্ষতিকর শব্দটা এসেছে ৫০বার মানুষ শব্দটা এসেছে ৩৬৮বার, রাসূল শব্দটা এসেছে ৩৬৮বার যাকাত শব্দটা এসেছে ৩২বার, বরকত শব্দটা এসেছে ৩২বার জিহ্বা শব্দটা এসেছে ২৫বার, উত্তম বাক্য শব্দটা এসেছে ২৫বার পুরুষ শব্দটা এসেছে ২৪বার, নারী শব্দটা এসেছে ২৪বার মাস শব্দটা এসেছে ১২বার, দিন শব্দটা এসেছে ৩৬৫বার আদেশ শব্দটা এসেছে ১০০০বার, নিষেধ শব্দটা এসেছে ১০০০বার হালাল শব্দটা এসেছে ২৫০বার, হারাম শব্দটা এসেছে ২৫০বার জান্নাত শব্দটা এসেছে ১০০০বার, জাহান্নাম শব্দটা এসেছে ১০০০বার অতএব এটা নির্দিধায় বলা যায় যে, মহাগ্রন্থ আল কুরআন কোন মানুষের বানানো নয় বরং এটা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। মুক্তির পথ। সিরাতাল মুস্তাকীম।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।