আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ ও আমার কুসংস্কার।

যুদ্ধাপরাধীদের বিচারের আগে অন্য কোন ইস্যু নেই কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলেই কুসংস্কার তারপরও আমি মেনে চলি বা মেনে চলতে ভালো লাগে। বিষয় গুলো আমি বিশ্বাস করি না তারপরও আমি মানি। বিষয় গুলো যে শুধু আমার ক্ষেত্রেই ঘটে তা নয়, অনেকের ক্ষেত্রেই আমি তা ঘটতে দেখেছি। এ গুলো কেউ মানুক বা না মানুক জগৎ সংসারে যা ঘটার তাই ঘটবে এই কুসংস্কার পালনে বা না পালনে কোন পরিবর্তন হবে না। এই কুসংস্কার গুলোকে আমরা সাধারনত 'কুফা' চিহ্নিত করে থাকি।

ক্রিকেট খেলা দেখার ক্ষেত্রে অনেক ধরনের 'কুফা সংক্রান্ত' বিষয় আমার উপর ভর করে। বাংলাদেশের এই খেলা গুলোর ক্ষেত্রে আমি অনেক বিষয় গুলোকে 'কুফা' হিসেবে ধরে নিয়েছি এবং মেনে চলেছি। স্টেডিয়ামে গিয়ে খেলা না দেখা, পরপর ২ টা উইকেটের পতন হলে খেলা দেখার স্থান পরিবর্তন করা, ভালো খেললে স্থান পরিবর্তন না করা, কারো ফোন কল রিসিভ করা না করা ইত্যাদি ইত্যাদি। গ্রুপ ম্যাচের বাংলাদেশের সবগুলো খেলাতে আমি এই বিষয় গুলো মেনে চলেছি এবং কাকতালীয় হলেও সত্য বিষয় গুলো কাজে দিয়েছে এবং বাংলাদেশ ফাইনালে খেলেছে। কিন্তু ফাইনালে 'কুফা সংক্রান্ত' সব বিষয় গুলো খুব ভালো ভাবে পালন করার পর বাংলাদেশ জিততে পারল না।

তীরে এসে আমাদের তরী ডুবে গেল। 'কুফা সংক্রান্ত' বিষয় গুলো সব ম্যাচে কাজে লাগলেও ফাইনালে কাজে লাগলো না। অনেক চিন্তা করার পর বুঝতে পারলাম হয়তো পাকিস্তানের পক্ষেও মাঠে এমন কেউ উপস্থিত ছিল যার এই বিষয় গুলো আমার চেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা, ফইনালে খালেদা জিয়া মাঠে গিয়ে খেলা না দেখে টিভি তে দেখলেও তো পারতেন !! (বিষয় গুলো কিন্তু সবই কাকতালীয়। বাস্তবতার সাথে মিল নেই।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.