আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপে

পাকিস্তানকে টপকে গেল দক্ষিণ কোরিয়া। কাল মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপ হকির শিরোপা জিতল দূরপ্রাচ্যের দেশটি। এশিয়া কাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। ১৯৮২ সালে শুরু হওয়া এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৯৯৩ ও ১৯৯৯ সালে পরপর দুবার এশিয়া-সেরা হয় দক্ষিণ কোরিয়া।

২০০৩ ও ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। মালয়েশিয়ার কুয়ানতানে গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল কোরিয়ানরা। সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডটি দুবারের চ্যাম্পিয়ন ভারতের। এবারসহ মোট সাতবার ফাইনাল খেলল ভারতীয়রা। ভারত-পাকিস্তান-কোরিয়া—এই তিনটি দলের বাইরে কেউ এশিয়া কাপ হকির ফাইনালে উঠতে পারেনি।

 ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.