আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টরে কবলে প্রয়ি নারায়ণগঞ্জ

খুব বেশী দূরের নয়, নব্বই দশকের নারয়ণগঞ্জের কিছু কথা বলা যাক। সোনাকান্দায় তখন ডকইয়ার্ড। শীতলার পাশ দিয়ে যাওয়ার সময় দেখা যেত বিশাল ক্রেন দিয়ে জাহাজ নির্মাণ সামগ্রী ওঠা-নামা করানো হচ্ছে। ব্যাস্ত নদী পথে সাইরেণ বাজিয়ে জাহাজ চলাচল করছে। নারায়ণগঞ্জ তখন দেশের প্রধান নদী বন্দর।

এই বন্দরের কথা এসেছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত বহু বিখ্যাত মানুষের লেখায়। শীতলার দেিন বুড়িগঙ্গা, মেঘনা আর শীতলা- এই তিন নদীর মোহনা। ওপারে বন্দর উপজেলা। সোনাকান্দা কেল্লা, ঐতিহাসিক শাহী মসজিদ,বিশাল বিশাল দিঘি, মজার প্রাণী বানরের মুক্ত বিচরণ ত্রে আর গাছ-পালায় ঘেরা সরু রাস্তা দিয়ে চলতে গিয়ে বন্দরকে মনে হত যেন রুপকথার কোন কল্প পুরি। তল্লার কেল্লা , আদমজীর পাটকল।

প্রাচীন রাজধানী সোনারগাঁ। সৌন্দর্য আর গৌরব গাঁথার শেষ নেই। বর্ষিয়ান রাজনীতিবীদের পদচারণা আর কন্ঠস্বরে প্রকম্পিত হত নারায়ণগঞ্জ শহর। আজ সবকিছু বিলীন হয়েছে। বাংলাদেশের সর্বত্রই এই অবস্থা।

তাহলে যার সমাধান নেই তা নিয়ে এত কথা কেন? আশার কথা হচ্ছে সমাধান আছে। সে জন্যই আবার মাথাচাড়া দিয়ে ওঠা। আমাদের আত্মবিশ্বাস সিটি কর্পোরেশন নির্বাচনের বিজয়। নষ্টদের হাত থেকে যদি বিজয় ছিনিয়ে আনতে পারি তাহলে নারায়ণগঞ্জকে রাও করা যাবে। দেশের কোথায় কে , কি পারছে বা পারছে না সেটা জানি না।

নির্বাচন দিয়ে নারায়ণগঞ্জবাসীর মতা সবাইকে দেখিয়েছি। প্রিয় শহরকে মডেল বানিয়ে দেখানোর সময় এখন এসেছে। দুর্বৃত্তরা নারায়ণগঞ্জকে ছিড়ে ছিড়ে খাচ্ছে। কল-কারখানার মালিকরা কোটি কোটি টাকার গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে অথচ নগরবাসীর রান্নার জন্য গ্যাস নেই। বেসরকারী পরিবহণ জনগনকে জিম্মি করে খেয়াল খুশি মত ভাড়া আদায় করছে।

বি.আর.টি.সি’র অপরিকল্পিত বাস সার্ভিসে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে ,লুটপাট হচ্ছে অথচ ট্রেন সার্ভিস বাড়ছে না। ভাঙ্গা, গর্ত এবং ধুলায় চাষাঢ়া থেকে স্টেডিয়াম পর্যন্ত লিংক রোডের অবস্থা ভয়াবহ। ডাইং ফ্যাক্টরীর রংয়ে শীতলার পানি হয়ে গেছে বিষাক্ত। খাল ভরাট হয়ে যাচ্ছে। অবৈধ এবং অপরিকল্পিত ভাবে উঠছে বাড়ি।

সরকারী শিা প্রতিষ্ঠানে কাস হচ্ছে না কোচিং বাণিজ্যের কারনে। বেসরকারী ও ইংরেজী শিা প্রতিষ্ঠানে চলছে অর্থ ব্যবসা। লুটপাট, চাঁদাবাজি চলছে। প্রশাসন নির্বিকার। এসব পরিবর্তনের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে।

সবার কাছে এখন স্বার্থের বাইরে কিছু ভাবা হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত। তবে ধীরে ধীরে সেই মনোভাব বদলাচ্ছে। কথা বলছে কেউ কেউ। এগিয়েও আসছে। তাদের মধ্যে সবেধন নীল মণি ‘ নারায়ণগঞ্জ নাগরিক কমিটি’।

এই অগ্রগামীদের সাহস দিতে হবে, সমর্থন দিতে হবে। সেই সময় এসেছে এখন। আমরা পারব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।