আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা কি খেলনা?? ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম??

ভালবাসা কি খেলনা?? ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম?? অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব... ওর সাথে রিলেশন রাখবো না... আজ যদি এটা ভাবেন তাহলে সেদিন রিলেশন কেন করেছিলেন?? কেন এত দিন ধরে সেটা বয়ে এনেছেন...?? আজ বলেন আমার এই সমস্যা, ওই সমস্যা... এই কারনে রিলেশন রাখবো না... তাহলে সেদিন কেন ভাবেন নাই?? একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে কাঁদানো অনেক সহজ... বিশ্বাস একটা কাগজের মত... একবার ভাজ করলে তার পর আগের মত করার যতই চেষ্টা করেন কখনোই আগের মত হবে না... এক এক জন স্বার্থপরের মত বলে বসেন আমি সরে গেলে ওর জীবন সুন্দর হবে... আসলে কি তাই?? ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে ভুলতে পারবে?? তার সাথে আপনার সম্পর্কের আগের সময়ে তাকে ফিরিয়ে দিতে পারবেন?? ভালবাসায় কোন রিপ্লেসমেন্ট হয় না... আমার ফ্রেন্ড লিস্টের এক মেয়ে বলতেছে ভাইয়া আমি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব?? জিজ্ঞাসা করলাম কেন?? ওর প্রতি আমার ফিলিংস আসে না... ওর আমাকে আগের মত সময় দেয় না... অবাক লাগলো... কেমন ভালবাসা?? ২ দিনে ফিলিংস চলে যায়?? সময় দিতে পারে না তার কারণ তার জানার দরকার নেই... সময় দিতে পারে না এটাই তার কাছে ফ্যাক্ট... Don't Blame People For Disappointing You. Blame Yourself For Expecting Too Much From Them... মেয়েদের একটা জিনিস অবাক লাগে সেটা হল তার সবসময় চায় তার থেকে ৫/৬ বছরের বড় একটা ছেলেরসাথে প্রেম করবে... অথচ তার same age এর একটা ছেলে তাকে প্রচণ্ড ভালবাসলেও তার খেয়াল হয় না... ওই বয়সে বড় ছেলেই যেন তার জন্য... হাতের লক্ষ্মী পায়ে ঠেলে সুখী হওয়া যায় না... ক্লাস ১০ এ পরে মাস্টার্স এ পড়া ছেলের সাথে প্রেম করলে ওই মেয়ে ছ্যাকা খাবে না তো কে খাবে?? When It Is Hard To Hide Your Tears Then Never Mind. Start Cutting An Onion, Let The Heart Cry. You Just Blame The Onion... মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক... তাই বলে একজন ভুল কিছু করেছে বলে তাকে ছেড়ে চলে যেতে হবে?? ভুল গুলো কি শুধরে দেয়া যায় না?? একটা কথাই বলবো কাউকে ভালবাসলে বাসার মতই বাসেন... চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে ভালবাসবেন, তা না হলে ভালবাসার দরকার নেই... ভালবাসা আয়না না, একটা ভেঙে গেল আরেকটা কিনে নিলাম... কৃতজ্ঞতা : (the cafe of love)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.