আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ভালবাসা দিবসঃ আপনার মতে ভালবাসা মানে কি ..?

ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর

১৪ ফেব্রুয়ারী। বিশ্ব ভালবাসা দিবস। পৃথিবীর বুকে নেমে আসা ভালবাসাকে বরণ করে নেওয়ার একটি দিন। হয়তোবা প্রতিদিনই কত প্রেমিক-প্রেমিকা ভালবাসার জন্ম দিচ্ছেন। যুগে যুগে কালের সাক্ষী হয়ে মূর্তমান সেই প্রেমিক-প্রেমিকার প্রতিচ্ছবি আমাদের মনে ভাসে বিদায় আমরা ভালবাসাকে স্বীকার করি।

নয়তো....। ইউসুফ-জুলেখা/ হেলেন - প্যারিস/ শিরিন - ফরহাদ/ আনটনি-ক্লিওপেটরা/ লাইলি- মজনু/ রাধা - কৃষ্ণ/ রোমিও- জুলিয়েট/ শাহজাহান - মমতাজ/ দেবদাস - পার্বতি / উপরের যুগল প্রেমিক-প্রেমিকারা পৃথিবীর বুকে জয় করেছেন ভালবাসাকে। প্রাপ্তির হিসেব মেলাতে গিয়ে কেউ ফাসীর কাস্টে যেতেও দ্বিধা করেননি। ব্লগারদের কাছে হয়তো বিষয়টি পুরনো কাসন্দি মনে হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক।

কারণ আমরা সবাই এ বিষয়ে জ্ঞাত। তবে অজ্ঞাত এটাই যে আমাদের মধ্যে যে ভালবাসাটুকু আছে তা হচ্ছে স্বার্থের। সে কারণেই লেখকের মনে আর্তনাদের জন্ম দিয়ে সৃষ্টি হয় বিরহভরা গল্পের কথা। যাই হোক অনেক বকছি। আর না।

ব্লগাররা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ব্লগে বিভিন্ন বিষয় লিখে যান। ভাল। কিন্তু ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবস উপলক্ষে আমরা ভালবাসার কথামালা ও কমেন্ট দিয়ে উপভোগ করতে পারি না। পারি.....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.