আমাদের কথা খুঁজে নিন

   

হালারপো হালারা খালি কথায় কথায় ধর্ম নিয়া টানা টানি করে ।

০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ ০ এশিয়া কাপের ফাইনালে পুরো বাংলাদেশের সমর্থন মুশফিকুর রহিমরা পাচ্ছে- এই কথাটি ‘প্রায় পুরো বাংলাদেশ’ হয়ে যাবে ঢাকায় আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পগুলোতে গেলে, যারা বিহারি নামে পরিচিত। বৃহস্পতিবার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গিয়ে পাকিস্তানের সমর্থক যেমন দেখা যায়, তেমন পাওয়া গেছে এমন লোকও যিনি পাকিস্তানের জয়ের জন্য দোয়া করছেন। বাংলাদেশের স্বাধীনতার পর এই সব মানুষ পাকিস্তানে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তাদের ফেরাতে খুব বেশি আগ্রহ দেখায়নি দেশটির সরকার। এক যুগ আগে একটি উদ্যোগে এক দল ফেরত গেলেও পরে প্রক্রিয়াটি আটকে যায়। এদিকে এই ক্যাম্পে স্বাধীনতার পর জন্ম নেওয়া সবাই বাংলাদেশে ভোটাধিকারও পেয়েছেন।

জেনেভা ক্যাম্পে ঢুকতেই বাজারের প্রধান ফটকে চোখে পড়ে লাল-সবুজের বিশাল ব্যানার। যাতে লেখা রয়েছে- ‘১৬ কোটি মানুষের এক আওয়াজ... গর্জে ওঠো বাংলাদেশ’। বাজারে ঢুকতেই ছোট্ট একটি কাপড়ের দোকানে কয়েকজন যুবক বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলছিলেন। একটু এগিয়ে গিয়ে খেলার প্রসঙ্গ তুলতেই শাকিল নামের এক তরুণ অনেকটা গর্জন করেই বললেন, “ওপেনিং জুটি ভালো করলেই পাকিস্তান জিতবে। ” আক্তার আহমেদ নামে আরেক যুবকের মতে, আজকের খেলায় পাকিস্তানই ফেভারিট।

এশিয়া কাপে এর আগে ৯ বার পাকিস্তানের মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে ৩০টি মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জয় মাত্র একটি, ১৯৯৯ সালের ৩১ মে নর্দাম্পটনে বিশ্বকাপে। বাজারে আরেকটু এগোতেই ‘আসিফ ইলেকট্রনিক্স’ নামে একটি দোকানে বাজছিল ‘সাবরি ব্রাদার্স’ এর কাওয়ালি ‘মাদিনা চাল...’। কর্মচারী সাত্তারের কাছে জয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে বললেন, “যেই জিতুক ভালোই লাগবে। ” ঘুড়ি দোকানি সরফরাজ কোনো রাখঢাকই করলেন না।

কোন দলকে সমর্থন দিচ্ছেন- জানতে চাওয়া হলে জবাব এল, “পাকিস্তান দলের জন্য দোয়া করছি। ” অবশ্য ঘুড়ি কিনতে আশা বাঙালি ছাত্ররা তখন মুখের ওপরই বলে দিল- “দোয়ায় কাজ হবে না চাচা মিয়া। ” ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে ভাড়ায় ক্যারাম খেলছিলেন মধ্যবয়সী কয়েকজন। এদেরই একজন আলী হায়দার বললেন, ‘যেই জিতুক, সমস্যা নাই। মুসলিম-মুসলিম ভাই ভাই।

’ স্থানীয়রা জানায়, অন্যান্য খেলার সময় ক্যাম্পে পাকিস্তানের পতাকা উড়লেও এবার তেমন কিছু চোখে পড়েনি। উল্লেখ যেখান থেকে.... Click Here ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.