আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রে হরর ধারার ইতিবৃত্ত-II

জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। চলচ্চিত্রে হরর ধারার ইতিবৃত্ত-I এর পর--- --- হরর মুভি গুলোর মধ্যে কিছু কাজ নজর কারার মত। এই ধারার ফিল্ম গুলোতে আলো ও শব্দের ব্যবহারটা খুবি গুরুত্বের সাথে দেখা হয়। ক্যমেরার ব্যবহার গুলোও ব্যতিক্রমী, যা খুব সাধারণ দর্শকদেরও নজর এড়ায় না।

শুরুর দিকে নির্বাক ছবি গুলোর মধ্যে Surreal, Dark Pieces ও Nosferatu এর নাম উল্লেখ না করলেই নয়। ১৯২০ এর দশকের বিখ্যাত হরর মুভি গুলার নাম করতে গেলে আমাদের সামনে যে নাম গুলো আসবে তা হচ্ছে, The Golem(১৯১৫), The Cabinet Of Dr Caligari (১৯১৯) ইত্যাদি। তারপর আসা যাক ৩০ এর দশকে। এই দশকেও বেশ কিছু সুন্দর সুন্দর সৃষ্টি হয়েছে। কারণ এই সময়েই প্রথম মুভিতে শব্দ যুক্ত হয়।

এই দশকটিকে হরর মুভির পুনর্জন্মের সময় হিসাবে ধরা হয়। এ সময় নির্মিত ছবি গুলোর নাম শুনলেই তা একেবারে স্পষ্ট হয়ে যাবে। যেমন, Dracula (১৯৩১), Frankenstein (১৯৩১), The Mummy (১৯৩২), Bela Lugosi in Murders in the Rue Morgue (১৯৩২), Freaks (১৯৩২), King Kong (১৯৩৩), The Invisible Man (১৯৩৩), The Island of Lost Souls (১৯৩৩), Bride Of Frankenstein (১৯৩৫) এবং Lionel Barrymore in The Devil Doll (১৯৩৬) ইত্যাদি। ৪০এর দশকটি ঘেরাও করে রেখেছে যুদ্ধ। তাই এই সময়টাতে বেশ খরাই গেছে বলতে হয়।

কিন্তু ঐ সমসাময়িক মুভি গুলো পর্যালোচনা করলে একটা সাধারণ মিল অবশ্য খুঁজে পাওয়া যায়, সেটি হচ্ছে ওয়ার উল্ফ(নেকড়ে) এর উপস্থিতি। যাক, এই সময়কার উল্লেখ করার মত সৃষ্টি গুলি হচ্ছে The Wolf Man (১৯৪১), Cat People(১৯৪২), Universal Monsters(১৯৪২), Val Lewton(১৯৪৫) এবং Abbott and Costello Meet Frankenstein(১৯৪৮) ইত্যাদি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ৪০ লাখ মানুষ মারা যাওয়ার রেশটা খুব করে ঝেঁকে বসেছিল ৫০ এর দশকের নির্মাতাদের মধ্যে। তাই প্রচুর ভয়ের ছবি নির্মাণ হয় এই সময়টাতে। যেমন, Godzilla, The Beast from 10,000 Fathoms(১৯৫৩), The Wasp Woman(১৯৬০), Them!, Ray Harryhausen, Monster Movies, American International Pictures, Drive Ins, William Castle, House On Haunted Hill (১৯৫৯), The Tingler(১৯৫৯), Vincent Price, Flying Saucers, Kevin Arnold, Roswell, Invasion of the Body Snatchers, Plan 9 From Outer Space ইত্যাদি।

৬০ এর দশকটাকে চলচ্চিত্রের বিপ্লবের দশক বললে ভুল হবে না মনে হয়। এসময় মানুষের রুচির কিছুটা পরিবর্তন আসে। সাথে সাথে পরিবর্তন আসে সে সময়কার ছবি গুলোতেও। বিশেষ করে কস্টিউম এর পরিবর্তনটা উল্লেখ করার মত। এই সময়কার অভিনেতা-অভিনেত্রীদের ড্রেস-আপের ক্ষেত্রে একটু খুলা মেলা মানসিকতা লক্ষ্য করার দাবি রাখে।

৬০ এর দশকে যেসব উল্লেখ করার মত মুভি তৈরি হয়েছে সে গুলো হচ্ছে, Psycho(১৯৬০), The Birds(১৯৬৩), Carnival of Souls(১৯৬২), Blood Feast(১৯৬৩), Night of The Living Dead, Rosemary's Baby, Hammer Horror, Roger Corman, Herschell Gordon Lewis ইত্যাদি। --- --- চলবে। চলচ্চিত্রে হরর ধারার ইতিবৃত্ত-III ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।