আমাদের কথা খুঁজে নিন

   

বাজাজ বনাম হিরো, কোন বাইক আপনার প্রিয়????

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই মোটরসাইকেলের প্রতি ভালোবাসা নেংটা কাল থেকেই। বাপের প্রথম বাইক ছিলো ইয়ামাহা ১০০ সিসি। সম্ভবত ৮১/৮২ সালের ঘটনা। পরে ছিলো হোন্ডা সিডিআই ১০০। এরপরে হোন্ডা সিডি৮০।

যেটি এখনও চলছে। নিজে প্রথম বাইক কিনলাম ডায়াং ৫০। এরপর ডায়াং বুলেট ১০০। এরপর ভালোবাসার আরেকটু প্রকাশে বাইকের উপর একটি ওয়েবসাইট বানিয়ে ফেললাম। http://www.motorcyclevalley.com/ যাদের বাজেট একটু উপরের দিকে তারা চেষ্টা করে হিরো বা বাজাজ কেনার জন্য।

আপনার কোন ব্র্যান্ডটি বেশি প্রিয়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।