আমাদের কথা খুঁজে নিন

   

পারবেন সাকিব?

ভাল লিখা পড়তে পছন্দ করি........ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে ২৩৩ রান প্রয়োজন বাংলাদেশের। বাংলাদেশি বোলারদের চাপের মুখে এক বল বাকি থাকতে ২৩২ রানে অলআউট হয়েছে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা। মিরপুরে দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা। দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন শফিউল হোসেনের ইনজুরির কারণে এ ম্যাচে দলে সুযোগ পাওয়া পেসার নাজমুল হোসেন।

তবে প্রাথমিক ধাক্কা সামলে ৮৮ রানের জুটি গড়েন চামারা কাপুগেদারা ও লাহিরু থিরিমান্নে। কাপুগেদারা-থিরিমান্নের জুটি ভেঙে শ্রীলঙ্কাকে আবার চাপে ফেলেন আবদুর রাজ্জাক। থিরিমান্নে করেন ৪৮ রান। কিছুক্ষণ পর ৬২ রানে থাকা কাপুগেদারাকেও সাজঘরে পাঠান রাজ্জাক। এর পর দুটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

৪৮ রান করা উপুল থারাঙ্গাকে সাজঘরে পাঠান শাহাদাত হোসেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নাজমুল। রাজ্জাক ও সাকিব নেন দুটি করে উইকেট। মাশরাফি ও শাহাদাত্ নেন একটি করে উইকেট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.