আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসঘাতক ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । যুগে যুগে কালে কালে ছিল তারা মিশে দলে আমাদেরই মাঝে বন্ধু সাজে মুখোশের আড়ালে । ওষ্ঠে তাদের ভুবন ভোলানো মধুর হাসি, অন্তরেতে কুটিলতা পোষে রাশি রাশি, ভরসার চাদরে বিশ্বাসের জাল বিছিয়ে বন্ধু হয়ে রয় ; সুযোগমত অনুকূল-ক্ষনে জাহির করে নিজ পরিচয় । প্রতারনা আর ছল চাতুরীর আশ্রয় তাদের পরিচায়ক ইতিহাসের ঘৃন্য অধ্যায় তারা, মীরজাফর-বিশ্বাসঘাতক ।

। হেসে হেসে জড়িয়ে ধরে পশ্চাতে নির্দ্বিধায় ছুরি চালিয়ে নির্বিকার তারা ; নীচতা ভীরুতা সংগোপনে লুকিয়ে । বিকারহীন আপন ভাই কিংবা স্বজন জনে প্রতারনায় আড়ষ্ঠতা নেই, ছলনায় শত্রুপানে উপটৌকন কামনায় । জড়তা নেই তাদের, হানাদার সাথে মিশে অনাচার-সাধনে অসংকোচ তারা, ক্ষনিকের অভিলাষ পূরনে মিথ্যা আস্ফালনে । অত্যাচারীর উল্লাসে অতি উৎসাহী হওয়া তাদের পরিচায়ক যুগে যুগে সময়ে সরব ; যত মীরজাফর-বিশ্বাসঘাতক ।

। মানবের মহামানব, মুনাফিকের ধোঁকায় উহুদ প্রান্তরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিচলিত ; স্বজাতির এহেন কার্য চাক্ষুষ করে । পলাশীর প্রান্তরে ডুবেছিল স্বাধীনতা, মীরজাফর-চক্রান্তে, একাত্তরের স্বাধীনতায় বাগড়া দিয়েছিল তারা, নানান প্রান্তে, সদাজাগ্রত তারা সুযোগ সন্ধানী মনে অভিন্নরুপ তাদের সর্বকালে সর্বযুগে সকলখানে । স্থান, কাল ছাড়িয়ে তারা সদা ঠক-প্রতারক ভাওতাবাজিতে সিদ্ধহস্ত, যত্তসব মুনাফিক-বিশ্বাসঘাতক । ।

সিজার, আলেক্সান্ডার, নেপোলিয়ন সহ ছাড়িয়ে কাল-অনন্ত, উহুদ-তাবুক, পলাশী, একাত্তর পেরিয়ে আজ পর্যন্ত, প্রতারনা আর অন্যায্য চাতুর্যের হুল ফুটিয়ে তাদের সদম্ভ পদচারনায় কলুষিত সমাজ ; বিভক্ত জাতি, সম্প্রীতি-মমতা হারায় । বন্ধুত্ত্বের চাদর ব্যবহারে বারে বারে বন্ধুত্ত্বের অপমান, অবিশ্বাস, সন্দেহ সংশয়-বীজ সযতনে সচেতন বিরাজমান, ঐ সব প্রতারকদের কান্ড ; তারাই মূল-নিয়ামক যুগে যুগে অশান্তির কান্ডারী, সব ভন্ড-বিশ্বাসঘাতক । । স্বদেশের, স্বজাতির ক্ষতি সাধনে কিঞ্চিত অনুশোচনা নেই, আবার স্বজাতির সেবা গ্রহনে তৎপর দেখি এদেরই, শত্রুপক্ষে শাসকজনে ব্যবহৃত তারা, স্বজনের বিপরীতে নির্বোধ যজ্ঞে মাতে, সাময়িক সুখ-আহলাদের নেশাতে, সতর্ক করব না তাদের, চোরা না শুনে ধর্মের বানী তবে এটুক জানি, কড়া মুল্য দিতে হবে তাদের আজ পর্যন্ত কেউ বাঁচেনি । বক ধার্মিক, রক্ষক চাদরে ভক্ষক, আর যত ভুয়া গবেষক মোদের বিশ্বাস ভাঙ্গে যারা, সকলে মিথ্যুক-বিশ্বাসঘাতক ।

। ১৮/০৩/১৩ ইং । _________#####__________ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।